সান্তাক্লজ
***************************
প্রদোষ কান্তি সিংহরায়
***************************
সান্তাক্লজ সান্তাক্লজ
আসবে বড়দিনে
আমার একটা বায়না আছে
আনবে তুমি কিনে ?
আমার খুব কষ্ট লাগে
দেখে দুখী মাকে
পরের বাড়ি বাসন মেজে
মা যে কষ্টে থাকে ।
শীতের দিনে গভীর রাতে
আসো চুপি চুপি
গায়ে তোমার গরম পোশাক
সঙ্গে জুতো টুপি
সান্তাক্লজ সান্তাক্লজ
তোমায় ভালোবাসি
মায়ের মুখে দাও না এনে
একটু চাঁদের হাসি ।
***************************
প্রদোষ কান্তি সিংহরায়
***************************
সান্তাক্লজ সান্তাক্লজ
আসবে বড়দিনে
আমার একটা বায়না আছে
আনবে তুমি কিনে ?
আমার খুব কষ্ট লাগে
দেখে দুখী মাকে
পরের বাড়ি বাসন মেজে
মা যে কষ্টে থাকে ।
শীতের দিনে গভীর রাতে
আসো চুপি চুপি
গায়ে তোমার গরম পোশাক
সঙ্গে জুতো টুপি
সান্তাক্লজ সান্তাক্লজ
তোমায় ভালোবাসি
মায়ের মুখে দাও না এনে
একটু চাঁদের হাসি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন