অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

ছন্দে দ্বন্দ্ব


 

ছন্দে দ্বন্দ্ব
**************************
বিদিশা চক্রবর্তী
**************************

অলস বাবার চঞ্চল মেয়ে

ঘুরতে ভালোবাসে।

বাবার আওয়াজ পেলেই খুকি

ছুটে চলে আসে।

বলে বাবা তোমার কাজ

হলো অনেক হলো

এবার তবে আমায় নিয়ে

ঘুরতে তুমি চলো।

ক্লান্ত বাবা ক্লান্ত চোখে

মেয়ের পানে চেয়ে

বলি শোন না খুকি

আজ তো আমি বড্ড ক্লান্ত।

কাল ঘুরতে যাবো নিয়ে?

এদিকে তে মা চেঁচিয়ে

বলছে জোরে জোরে

দেখ মেয়ের কান্ডি দেখ

বাবা ঘরে আসা মাত্রই

কেমন আবদার ধরে।

আহ্লাদী মেয়ে দুঃখ মুখে

ছল ছল চোখ নিয়ে

বলে বাবা সন্ধ্যে ছাড়া

তোমার সময় কখন মেলে?

রাগ দেখিয়ে এবার মেয়ে

হনহনিয়ে ঘরে

দৌড়ে গিয়ে হঠাৎ জোরে

দরাজ বন্ধ করে।

বাবা শেষে মুচকি হেসে

নাড়লো এসে করা।

বেরিয়ে আয় খুকি আমার

ঘুরতে যাব চল

মাকে গিয়ে তাড়াতাড়ি

নতুন শাড়ি পরতে বল।

শুনামাত্রই দুষ্টু খুকি

মাকে দিল তাড়া

হঠাৎ করে দরাজ খুলে

খিলখিলিয়ে দিল দুষ্টু খুকি ধরা।

1 টি মন্তব্য: