খোকা খুকু নাচরে সবাই
************************
শাহানারা ঝরনা
************************
কাঠঠোকরা কাটুস কুটুস কাটছে গাছ
ডোবার জলে হাঁস মাছেরা করছে নাচ
টাক্কুদাদা যাচ্ছে কোথায়, দূরের গাঁও ?
স্রোতের টানে চলছে ভেসে পালের নাও।
কলাবতী বউ পরেছে ঘাসের ফুল
কে হারালো কন্যা তোমার কানের দুল
কাঁদছো বসে ঘোর- আঁধারে একলা তাই
চোখের পানি মুছে দেবার বন্ধু নাই ?
বন্ধু কোথায়? কিনতে গেছে সুখ সুদিন?
চলছে সময় তাই বুঝি কি বিরামহীন
কঙ্কাবতী রূপের রানি কোথায় আজ
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীদের নেই কি কাজ ?
কাজের ভয়ে দস্যি খোকা একটু চুপ
ঠান- দিদিমা পূজার ঘরে দিচ্ছে ধূপ !
ধূপ- ধোঁয়াতে গন্ধে ভরে ঘরের কোণ
রুমকি রুনি মিষ্টি ভারি দুইটি বোন !
ঝগড়াঝাটি নেইকো তাদের , ভীষণ ভাব
কানকথাতে দুঃখ করে হয় কি লাভ ?
লাভ লোকসান হিসেব খাতা বন্ধ থাক
খোকাখুকু নাচরে সবাই ধিনতা-ধাক ।
************************
শাহানারা ঝরনা
************************
কাঠঠোকরা কাটুস কুটুস কাটছে গাছ
ডোবার জলে হাঁস মাছেরা করছে নাচ
টাক্কুদাদা যাচ্ছে কোথায়, দূরের গাঁও ?
স্রোতের টানে চলছে ভেসে পালের নাও।
কলাবতী বউ পরেছে ঘাসের ফুল
কে হারালো কন্যা তোমার কানের দুল
কাঁদছো বসে ঘোর- আঁধারে একলা তাই
চোখের পানি মুছে দেবার বন্ধু নাই ?
বন্ধু কোথায়? কিনতে গেছে সুখ সুদিন?
চলছে সময় তাই বুঝি কি বিরামহীন
কঙ্কাবতী রূপের রানি কোথায় আজ
ব্যাঙ্গমা আর ব্যাঙ্গমীদের নেই কি কাজ ?
কাজের ভয়ে দস্যি খোকা একটু চুপ
ঠান- দিদিমা পূজার ঘরে দিচ্ছে ধূপ !
ধূপ- ধোঁয়াতে গন্ধে ভরে ঘরের কোণ
রুমকি রুনি মিষ্টি ভারি দুইটি বোন !
ঝগড়াঝাটি নেইকো তাদের , ভীষণ ভাব
কানকথাতে দুঃখ করে হয় কি লাভ ?
লাভ লোকসান হিসেব খাতা বন্ধ থাক
খোকাখুকু নাচরে সবাই ধিনতা-ধাক ।
আমি ভীষণ মুগ্ধ ও অনুপ্রাণিত হলাম এত্তো সুন্দর ও নান্দনিক ওয়েবসাইট এর এই পাতায় আমার লেখাটি প্রকাশ করার জন্য।
উত্তরমুছুনসকল গুণীজন কর্মকর্তাদের জন্য আন্তরিক শ্রদ্ধা ও শুভকামনা রইলো।