অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

অপেক্ষা


অপেক্ষা
****************************
বন্যা ব্যানার্জী
****************************



লকডাউনে হাঁদাবাবু জমিয়ে খেলছে লুডো

শিখছে ভোঁদা অনলাইনে ক্যারাটে আর জুডো।


নন্টে ঝাড়ছে ঘরের জমা আদ্যিকালের ঝুল

সাবান দিয়ে হাতটি ধুতে ফন্টের নেই ভুল।


মাস্ক পড়তে বাঁটুল গ্রেটের বেজায় প্রবলেম

স্যাঙাত ভরে মোবাইলে নিত্য নতুন গেম।


ঘরেই আছে টিনটিন ভাইরাসের ই খেলাপ

সুযোগ বুঝে কুট্টুস জমায় মেনির সঙ্গে ভাব।


স্কুলের ছুটি তবুও মা পড়তে বসায় রোজ

আকাশ পানে খোকন করে সুপারম্যানের খোঁজ।


গান ধরেছে গুপি বাঘা ভূত জি বাজায় বীণ

সব অশুভ চেন ভাঙবে আলোয় ভরবে দিন।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন