অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

চালাক


চালাক
***********************
চিত্তরঞ্জন গিরি
***********************


ছোট ভাই কে খুব ভালোবাসে মৃন্ময়। বাবা মরে যাওয়ার পর ছোট ভাই যাতে কষ্ট না পায় তার জন্য যখন তখন টাকা পাঠায়। আজ টুরিস্ট ব্যবসা। কাল সুদের ব্যবসা। পরেরদিন সবজির পাইকারি ব্যবসা। এরকম অনেক চেষ্টা করে শুধু লোকসান আর লোকসান। তবুও সে তার ভাইয়ের উন্নতির জন্য সব লোকসান অন্ধ স্নেহের খাতিরে মেনে নেয়।

বাড়ি তে এসছে মৃন্ময়। ভাইয়ের সাথে নানা রকম গল্প। দুপুরে খেয়ে চৌকিতে দুজন শুয়ে গল্প করছে। ঠিক সেই সময় কটর কটর করে ইঁদুরের আওয়াজ। দুজনই স্পষ্ট শুনতে পায়।"বাজার থেকে ইঁদুর মারার ওষুধ এনে খাবারের সাথে মিশিয়ে চারদিকে ছড়িয়ে রাখতে পারিস। এই ইঁদুরগুলো কত কি ক্ষতি করে দিচ্ছে তার ঠিক নাই।

আরে আমি অনেকবার চেষ্টা করেছিলাম ।এতে কিছু লাভ হয়নি। এখনকার ইঁদুরাও প্রচুর চালাক।

মৃন্ময় কথাটা শুনে বলে- হুম। পৃথিবীর সবাই চালাক হয়ে গেল। এমনকি নিম্নশ্রেণির ইঁদুরাও। শুধু একজনই চালাক হতে পারল না!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন