অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

শরতের মুখ


শরতের মুখ
********************
উত্তম চৌধুরী
********************



শরতের মুখ দেখি আজ।

ভোরের শিশির ভেজা ঘাসে

সাদা হাসি ফোটে শিউলির।

জানালায় রেখে দুটি চোখ

চড়ে বসি মেঘেদের পিঠে,

ঘুরিফিরি আকাশে আকাশে।

নদীর পাড়ের কাশফুলে

মুখ ভাসে আনন্দময়ীর।

ঢাকের বাজনা মোছে শোক

টেনে আনে নতুন আলোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন