অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
বাঁচার নিজস্ব রঙ
বাঁচার নিজস্ব রঙ
*************************
জয়তী
*************************
---পাপ্পান আজ তুমি ড্রয়িং প্রাকটিস করবে। আজ রবিবার, ছুটির দিন।
-----প্লিজ প্লিজ মা, ঐ বোকা বোকা আঁকাগুলো আমাকে আঁকতে বলো না।
---- বোকা বোকা !! তুমি এগুলোকে খারাপ বলছো?? ড্রয়িং অ্যাঙ্কলের কত ছবি নামী দামী এগজিবিশনে যায় তুমি জানো??
------ না মা, এগুলো আমার একদম ভালো লাগে না।
------তবে তোমার কি আঁকতে ভালো লাগে?
------আমি আঁকবো বিশাল একটা আকাশ.....যার দুই চোখে দুটো পাখি, আর পাখির চোখে উড়বে উর্মিমালার আঁচল....
------কে এই উর্মিমালা!!
--------মেঘ কুমারী, যাকে পাতালে বন্দি করে রেখেছে রাক্ষস...
------ওহো,, ঐ বোগাস রঙ চড়ানো গল্পগুলো তোমার ঠাম্মি বলেছে নিশ্চয়.... তোমার বাবার সঙ্গে কথা বলে তোমাকে কনভেন্টে রেখে আসবো এবার । তোমার বন্ধুদের দেখেছো ? ওরা কত স্মার্ট ! নতুন সব ভাবনা, উজ্জ্বল ভবিষ্যতের দিকে চোখ রেখে এগোচ্ছে। সেখানে এখনো তুমি ওই ব্যাকডেটেড রূপকথার ভেতরে ডুবে থাকছো। কিছুতেই তোমাকে নিয়ে পারছি না ---
পাপ্পান...... পাপ্পান....কোথায় তুমি??.
-----ঠাম্মি ঠাম্মি কি করছো তুমি?
-----এই যে দাদুভাই, তোমার দাদুর জামাটা একটু সেলাই করছি।
----কেন??বাবাকে বললে আর একটা নতুন এনে দেবে দাদুকে।
---তা হয়তো দেবে.....তবুও পুরানো চাল ভাতে বাড়ে যে...
-----সেটা কি ঠাম্মি ?
-----ও তুমি বুঝবে না... আজ তুমি ঘরে যাও পাপ্পান,মা বকবে
----না ঠাম্মি উর্মিমালাকে উদ্ধারের শেষ অংশটা আজ শুনতেই হবে।
----যাও দাদুভাই... তুমিই জাদু তুলির রঙ ছুঁয়িয়ে দাও বন্ধ ঘরের দরজায়। মুক্তি পাক উর্মিমালা...
বেঁচে থাকা মানেই আটকে পড়া কোনো জলাশয়ে নিজস্ব রঙগুলোকে বিসর্জন দেওয়া নয়। শৈশব, কৈশোর, যৌবন হেঁটে আসে যে বার্ধক্যে তাদের নিজস্ব নিজস্ব বাঁচার রঙ আছে। তুমি নিজের মতো ছুঁয়ে দাও....
পাপ্পন দেখছে ঠাম্মির দুই গন্ডদেশ বেয়ে নেমে আসছে দুই নদী। জড়িয়ে ধরলো ঠাম্মিকে.... "তোমাকে কি কষ্ট দিয়েছি কোনো"?
পাপ্পনকে বুকে টেনে ধীরে ধীরে বললো " না দাদুভাই.... আমি ভালো আছি,আগে যেমনটি ছিলাম.....
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন