অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

মায়াময় সন্ধ্যা

মায়াময় সন্ধ্যা
*************************
বিকাশকলি পোল্যে
*************************


ছিলাম গাঁয়ের ছেলে

কয়েকটা দিয়ে পাশ

চাকরি নিয়ে কাটাই এখন

শহরে বারোমাস ।


দিনের শেষে সন্ধ্যা নামত

গাঁয়ের প্রতিটি ঘরে

সে দৃশ্য এখনও রয়েছে

আমার দু'চোখ ভরে ।


সূর্য ডুবত নদীর বাঁকে

আকাশ যেথায় মেশে

ফিরত সবাই ঘরে

দিনের কাজের শেষে ।


শাঁখ বাজত,কাঁসর বাজত

উঠত বেজে ঘন্টা

সন্ধ্যা প্রদীপ উঠত জ্বলে

হারিয়ে যেত মনটা ।


এখানে আলো ছড়িয়ে পড়ে

সাজানো পাথর ইটে

মায়াময় কোন সন্ধ্যা নামে না

শহরের কংক্রিটে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন