হাবিজাবি
**************************
তনুজা চক্রবর্তী
**************************
মেঘেদের কত মজা কথকিছু গড়ে
মনেহয় পেড়ে আনি রণপায়ে চড়ে।
বড়ো পায়ে জোরে হেঁটে মেঘেদের বাড়ি,
মন বলে চলে যাব খুব তাড়াতাড়ি।
সিধু জ্যাঠা বই ফেলে নেবে ঠিক পিছু,
ফেলুদাদা মন মত কাজ পাবে কিছু।
তোপসের ঘুম কেড়ে নেব আমি দেখ,
শুধু চাই কাহিনীটা মনে করে রেখ।
রায়দের পৃথিবীতে জুড়ে যাবে নাম,
বিলু হবে নামজাদা, বেড়ে যাবে দাম।
যিশু মিলি রেগে গিয়ে করে দেবে আড়ি,
গড়ে দেব আকাশেতে মেঘ দিয়ে বাড়ি।
এটা নয় খুব বেশি, কম করে ভাবি
স্বপ্নের ভাবনায় থাক হাবিজাবি।
**************************
তনুজা চক্রবর্তী
**************************
মেঘেদের কত মজা কথকিছু গড়ে
মনেহয় পেড়ে আনি রণপায়ে চড়ে।
বড়ো পায়ে জোরে হেঁটে মেঘেদের বাড়ি,
মন বলে চলে যাব খুব তাড়াতাড়ি।
সিধু জ্যাঠা বই ফেলে নেবে ঠিক পিছু,
ফেলুদাদা মন মত কাজ পাবে কিছু।
তোপসের ঘুম কেড়ে নেব আমি দেখ,
শুধু চাই কাহিনীটা মনে করে রেখ।
রায়দের পৃথিবীতে জুড়ে যাবে নাম,
বিলু হবে নামজাদা, বেড়ে যাবে দাম।
যিশু মিলি রেগে গিয়ে করে দেবে আড়ি,
গড়ে দেব আকাশেতে মেঘ দিয়ে বাড়ি।
এটা নয় খুব বেশি, কম করে ভাবি
স্বপ্নের ভাবনায় থাক হাবিজাবি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন