নতুন সূর্যোদয়
************************
সম্পূর্ণা
************************
ছোট্ট মাথায় নারকেল ঝুঁটি,
বই বলতে ভরপেট।
চাষীর গবভে ধান ফলেছে,
রাজার ঘরে কাশের শরৎ ভেট।
ছোট্ট নুপূর চাইছে দুপুর,
আরেকটা সকাল ঝরঝর।
ওই আলোতে, সেই ছোঁয়াতে-
মেঘ ঝিলমিল সরোবর।
ছোট্ট বিকেল হারমোনিয়ামে,
পাড়া জানিয়ে সা রে গা মা পা।
ফিরতি সুরে সা-য়ে ফিরে,
স্বর! শব্দে-ছন্দ-সুরে মাপা।
ছোট্ট-বেলা ছোটই বোধ-হয়,
কথার পিঠে কথা,লম্বা সেকি নয়!
ঘুড়ি উড়িয়ে প্যাঁচ ছাড়িয়ে,
খোলে সহজ পাঠে সূর্যোদয়।
ছোট্ট হাতও পাঁচ আঙুলে,
যদিও সমান নয়।
তিরস্কার আর আদরে ভেদ,
পুরস্কারটি করজোড়েই রয়।
ছোট্ট ছায়ার বুকের মাঝে-
তিন পা ছেড়েছে বাড়ি!
দুই বললেই এগিয়ে যাওয়া,
তিন হলে, কাঁটায় চলতি ঘড়ি!
ছোট্ট অমিল মিলিমিলিতে,
জানার মিলও কঠিন হয়।
উৎসবেতে সবাই খুঁজছি,
মাটির ভেতর মানুষের পরিচয়।
অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.
রবিবার, ৮ নভেম্বর, ২০২০
নতুন সূর্যোদয়
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন