শিশুদের প্রতি আমরা
***********************
সৌমেন দেবনাথ
***********************
শিশুর মুখের দেখলে হাসি
মন হয়ে যায় ভালো,
শিশুর মুখের হাসি দেখেই
জাগে হৃদে আলো।
সেই শিশুরাই হচ্ছে যে লাশ
তোমার আমার রোষে,
পেপার পাতা জুড়ে খবর
পড়ি বসে বসে।
শিশু খেলবে উড়বে হাওয়ায়
দাও তোমরা পথ বাঁচার,
তা না তোমরা সুযোগ পেলে
শিশু করো পাচার।
ভারী কাজও করছে তারা
দেখে চোখে বর্ষণ,
নরপশুও আছে আবার
শিশু করছে ধর্ষণ।
কত অনাথ শিশু আছে
দেখে না কেউ তাদের,
দেয় না কেউ যে ফুঁটো পয়সা
অগাধ আছে যাদের।
কত শিশু পায় না খেতে
দেখে হৃদয় ফাঁটে,
ছেঁড়া কানি পরে শিশু
হাটছে পথে ঘাটে।
একটু দু হাত করো প্রসার
থাকো তাদের পাশে,
সব শিশুরই মুখে হাসি
থাকবে বারো মাসে।
***********************
সৌমেন দেবনাথ
***********************
শিশুর মুখের দেখলে হাসি
মন হয়ে যায় ভালো,
শিশুর মুখের হাসি দেখেই
জাগে হৃদে আলো।
সেই শিশুরাই হচ্ছে যে লাশ
তোমার আমার রোষে,
পেপার পাতা জুড়ে খবর
পড়ি বসে বসে।
শিশু খেলবে উড়বে হাওয়ায়
দাও তোমরা পথ বাঁচার,
তা না তোমরা সুযোগ পেলে
শিশু করো পাচার।
ভারী কাজও করছে তারা
দেখে চোখে বর্ষণ,
নরপশুও আছে আবার
শিশু করছে ধর্ষণ।
কত অনাথ শিশু আছে
দেখে না কেউ তাদের,
দেয় না কেউ যে ফুঁটো পয়সা
অগাধ আছে যাদের।
কত শিশু পায় না খেতে
দেখে হৃদয় ফাঁটে,
ছেঁড়া কানি পরে শিশু
হাটছে পথে ঘাটে।
একটু দু হাত করো প্রসার
থাকো তাদের পাশে,
সব শিশুরই মুখে হাসি
থাকবে বারো মাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন