মেঘ ও সূর্য
************************
অসিত কুমার পাল
************************
সকাল থেকেই সারাটা দিন
আকাশ মেঘে ঢাকা
অভিমানে সূর্য টা তাই
দিল না আর দেখা ।
বলল রেগে -- কাল সকালেও
উঠব না আর আমি
দেখবে তখন বিশ্ব ভুবন
হটাৎ যাবে থামি ।
মেঘ বলল -- এতটা তেজ
মোটেই ভালো নয়
আমার কাজ করব আমি
করব না তো ভয় ।
কোটা মত বৃষ্টি আমি
ঝরাব মাটির বুকে
তার পরে ত চলে যাব
থাকবে সবাই সুখে ।
সূর্য তখন সারাটি দিন
দিক না আলো রোদ
মাঠ ঘাট সব শুকিয়ে যাবে
হয়ে যাবে শোধ বোধ ।
পরের দিনও সকাল বেলা
আকাশ রইল ঢেকে
সূর্যদেব দিল না দেখা
আলোর রেনু মেখে ।
বিকেল বেলায় মেঘ সরলে
বদলে গেল ছবি
ঝল মলিয়ে উঠল হেসে
অভিমানি রবি ।
************************
অসিত কুমার পাল
************************
সকাল থেকেই সারাটা দিন
আকাশ মেঘে ঢাকা
অভিমানে সূর্য টা তাই
দিল না আর দেখা ।
বলল রেগে -- কাল সকালেও
উঠব না আর আমি
দেখবে তখন বিশ্ব ভুবন
হটাৎ যাবে থামি ।
মেঘ বলল -- এতটা তেজ
মোটেই ভালো নয়
আমার কাজ করব আমি
করব না তো ভয় ।
কোটা মত বৃষ্টি আমি
ঝরাব মাটির বুকে
তার পরে ত চলে যাব
থাকবে সবাই সুখে ।
সূর্য তখন সারাটি দিন
দিক না আলো রোদ
মাঠ ঘাট সব শুকিয়ে যাবে
হয়ে যাবে শোধ বোধ ।
পরের দিনও সকাল বেলা
আকাশ রইল ঢেকে
সূর্যদেব দিল না দেখা
আলোর রেনু মেখে ।
বিকেল বেলায় মেঘ সরলে
বদলে গেল ছবি
ঝল মলিয়ে উঠল হেসে
অভিমানি রবি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন