এবার পুজো
*****************************
পাভেল আমান
*****************************
মারির জালে এবার পুজো
এই চেতনা মননে গুজো।
উৎসব আজ জৌলুসহীন
বাজতে আছে দুঃখের বিন।
কীটাণু ভীতি বসেছে চেপে
মানুষ যেন সতত কেঁপে।
গিয়েছে উবে আনন্দ হাসি
এসেছে নেমে যাতন কাশি।
এবার পুজো কোভিড কালে
জীবন সদা বিপদে হালে।
সুরক্ষা বিধি মান্য করে
পুজোয় থাকি নিজ ঘরে।
মা দুর্গা যেন সবার মনে
ভুবন জুড়ে চলার ক্ষণে।
মায়ের পুজো তবে এবার
নিভৃতে বাসে কাটুক সবার।
এবার পুজোয় স্বাস্থ্য বিধান
মেনে চলার জীবন আধান।
আসছে বছর আবার হবে
পুজোর ভাবনা মননে তবে।
*****************************
পাভেল আমান
*****************************
মারির জালে এবার পুজো
এই চেতনা মননে গুজো।
উৎসব আজ জৌলুসহীন
বাজতে আছে দুঃখের বিন।
কীটাণু ভীতি বসেছে চেপে
মানুষ যেন সতত কেঁপে।
গিয়েছে উবে আনন্দ হাসি
এসেছে নেমে যাতন কাশি।
এবার পুজো কোভিড কালে
জীবন সদা বিপদে হালে।
সুরক্ষা বিধি মান্য করে
পুজোয় থাকি নিজ ঘরে।
মা দুর্গা যেন সবার মনে
ভুবন জুড়ে চলার ক্ষণে।
মায়ের পুজো তবে এবার
নিভৃতে বাসে কাটুক সবার।
এবার পুজোয় স্বাস্থ্য বিধান
মেনে চলার জীবন আধান।
আসছে বছর আবার হবে
পুজোর ভাবনা মননে তবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন