অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

রবিবার, ৮ নভেম্বর, ২০২০

বৃষ্টিভেজার ছড়া


বৃষ্টিভেজার ছড়া
************************
অমিয়কুমার সেনগুপ্ত
************************


আয় ভুলো, মাঠে নামি। শুরু হোলো বৃষ্টি ----

গরমের পরে ভেজা মনোরম-মিষ্টি ।


শোন্ পাখি গান গায়, বলে : নাচো ছন্দে।

তাই বলে পা ভেঙো না পড়ে খানা-খন্দে।


দ্যাখ্ পাখি ইশারায় ডাকে : সোনা লক্ষ্মী,

আমি নই, তোমরাই এ মাটির রক্ষী ।


বৃষ্টির রিমঝিম আকাশের কাব্যি ----

খালি গায়ে ভিজি চল্ , জ্বর হলে ভাববি।


এই ক'টা দিন যদি আনন্দে চিত্ত

না ভরাই .... ছুটি শেষ, স্কুল রোজ-নিত্য।


ফের সেই কানমলা, হাঁটুগাড়া, ডাণ্ডা ....

চল্ ভিজি বৃষ্টিতে, মাথা করি ঠাণ্ডা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন