নূতন সৃষ্টি
*********************
অঙ্কন গুচ্ছাইত
*********************
বসেছে বাবার কোলে,
শরৎ শেষে--
দেখছে আঁকা ঝলমলে ।
বাবার রঙের ভাঁড়ে
আঁকার শেষে--
“অন্যমনে” লাফিয়ে পড়ে !
পাতানো সাদা ক্যানভাসে
পড়লো শেষে--
সোনা হলো ফ্যাকাশে !
বাবার মনে এলো খুশি,
অবশেষে--
সবার মুখে এলো হাসি ।
অপূর্ব সৃষ্টি’র উল্লাসে
নিলেন ঠান শেষে--
বিক্রি করবেন মেলায় বসে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন