কল্পনার মনপাখি গ্যাছে উড়ে
*****************************
দিবাকর মণ্ডল
*****************************
কল্পনার মনপাখি গ্যাছে উড়ে। সকল উচ্ছ্বাস
কোথায় হারিয়ে যায়! জীবন যাপনে নাভিশ্বাস।
তেপান্তরের মাঠে শুকপাখি মৃত হয়ে আছে,
পক্ষ্মীরাজের পাখা কঠিন আঘাতে ছিঁড়ে গ্যাছে।
লালপরী নীলপরী মরিচিকা মত আজ ঘোরে,
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী কথা আজকের শিশু বিস্মরে।
রাক্ষস খোক্ষস সব স্বপ্নের দেশ গেছে ছেড়ে,
ভোমরার প্রাণ সাথে শিশুকল্প গাঁথা গেছে উড়ে।
নেই আজ রাজকন্যা, অচীনপুরের রাজপুত;
ঘোড়াশালে ঘোড়া নেই, হাতি নেই, নেই যে মাহুত।
*****************************
দিবাকর মণ্ডল
*****************************
কল্পনার মনপাখি গ্যাছে উড়ে। সকল উচ্ছ্বাস
কোথায় হারিয়ে যায়! জীবন যাপনে নাভিশ্বাস।
তেপান্তরের মাঠে শুকপাখি মৃত হয়ে আছে,
পক্ষ্মীরাজের পাখা কঠিন আঘাতে ছিঁড়ে গ্যাছে।
লালপরী নীলপরী মরিচিকা মত আজ ঘোরে,
ব্যাঙ্গমা ব্যাঙ্গমী কথা আজকের শিশু বিস্মরে।
রাক্ষস খোক্ষস সব স্বপ্নের দেশ গেছে ছেড়ে,
ভোমরার প্রাণ সাথে শিশুকল্প গাঁথা গেছে উড়ে।
নেই আজ রাজকন্যা, অচীনপুরের রাজপুত;
ঘোড়াশালে ঘোড়া নেই, হাতি নেই, নেই যে মাহুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন