মেঘের দেশ
******************
সুবীর ঘোষ
******************
নীল আকাশে চলছে ভেসে
সাদা মেঘের ভেলা,
সোনারোদে ঝিলমিলমিল
মেঘরৌদ্রের খেলা ।
পথিক মেঘের দল জোটে
আর হারিয়ে কখন যায়,
যাবার আগে একবারও কী
আমার দিকে চায় ?
এই তো আমি মেঘ দেখি আর
ভাবি অবাক চোখে—
মেঘের বাসা আছে কোথায়
কোন্ সে নভোলোকে ।
মেঘের ডানায় চড়ে আমি
সেখানে যদি যাই ,
মেঘ-রাজ্যের গোপন কথা
জানতে আমি পাই ।
******************
সুবীর ঘোষ
******************
নীল আকাশে চলছে ভেসে
সাদা মেঘের ভেলা,
সোনারোদে ঝিলমিলমিল
মেঘরৌদ্রের খেলা ।
পথিক মেঘের দল জোটে
আর হারিয়ে কখন যায়,
যাবার আগে একবারও কী
আমার দিকে চায় ?
এই তো আমি মেঘ দেখি আর
ভাবি অবাক চোখে—
মেঘের বাসা আছে কোথায়
কোন্ সে নভোলোকে ।
মেঘের ডানায় চড়ে আমি
সেখানে যদি যাই ,
মেঘ-রাজ্যের গোপন কথা
জানতে আমি পাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন