অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

 





"অন্যমনে সাহিত্য"
=================================================
অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা
=================================================

"অন্যমনে সাহিত্য", সাহিত্যের কাছে দায়বদ্ধ। যে লেখা মানুষের মনন চিন্তনকে সমৃদ্ধ করে আমরা চেষ্টা করি তেমন লেখাই আমাদের পত্রিকায় প্রকাশ করতে। আর এই জন্যই আমরা প্রতিটি সংখ্যাকে বিষয় ভিত্তিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করি। লেখা বাছাইয়ের ক্ষেত্রে আমরা এই ভাবনাকেই মাথায় রাখি।
আমরা কোনো লুকোনো ভাবনা বা ব্যবসায়িক দৃষ্টিতে পত্রিকা পরিচালনা করি না। 'অন্যমনে' মনে করে ,সেই ভাবনা সাহিত্যের পরিপন্থী।

"অন্যমনে সাহিত্য" লেখকের সৃজনশীল ভাবনাকে গুরুত্ব দিয়ে তাঁদের শব্দ শৃঙ্খলে বাঁধতে চাই না। তাই আমাদের আহ্বানে আমরা কখনো লাইন বা শব্দের সংখ্যায় বাঁধি নি আপনাদের শৈল্পিক ভাবনাকে।
আমরা সাহিত্য কে মননে নিয়ে চেষ্টা করছি বিজ্ঞান, যুক্তি আর বুদ্ধিকে নিয়ে এগিয়ে চলার।
আর এই পথে সাথ চাই আপনার , আপনাদের।

লেখা পাঠাবার নিয়মাবলী :~

অন্যমনে সাহিত্য কে আমরা ভাবনার যে আদর্শে প্রবাহিত করতে চেয়েছি তা হলো প্রতি মাসে সৃজনশীল পাঠক লেখক এবং কবি মন কে একটি নিদৃষ্ট বিষয়ে ভাবানোর চেষ্টা করা।অন্যমনে সাহিত্য সম্পূর্ণ ভাবেই বিষয় ভিত্তিক মাসিক সাহিত্য পত্রিকা।

অন্যমনে সাহিত্য পাতায় লেখা প্রকাশের জন্য সাহিত্য, সংস্কৃতি, গল্প, কবিতা, ভ্রমণকাহিনী ও প্রবন্ধসহ যে কোনো লেখা পাঠাতে চাইলে আপনার লেখা অভ্র কি বোর্ডে টাইপ করে পাঠাতে হবে । ইমেজ কিংবা পিডিএফ ফরম্যাটে লেখা চলবে না । অন্যমনে সাহিত্য এর ঠিকানায় ই-মেইল করুন। লেখার সঙ্গে অবশ্যই, লেখক পরিচিতি, এক কপি রঙিন ছবি, ঠিকানা ও লেখকের সাথে যোগাযোগ নম্বর উল্লেখ করে পাঠাতে হবে। বিশেষভাবে লক্ষ রাখবেন- আপনার লেখাটি কোন বিভাগে প্রকাশিত হবে তা ই-মেইলে স্পষ্ট করে উল্লেখ করতে হবে।

ই-মেইল : annyomone@gmail.com

অন্যমনে সাহিত্য প্রত্যেক বিভাগের জন্য সম্পাদকমণ্ডলী নির্দিষ্ট । আপনি নিবন্ধ রচনায় উৎসাহী হলে আমাদের সম্পাদকদের সাথে নিবন্ধের বিষয়ভিত্তিক আলোচনা বাঞ্ছনীয় । কবিতা বা গল্পের ক্ষেত্রে বিষয় নির্বাচনে লেখকের সম্পূর্ণ স্বাধীনতা আছে । লেখা ভালো লাগলে এবং পত্রিকার সাধারণ দৃষ্টিভঙ্গির পরিপন্থী না হলে আমরা লেখাটিকে সাগ্রহে গ্রহণ করবো। তবে সর্ব ক্ষেত্রেই সম্পাদকমণ্ডলীর মতামতই চূড়ান্ত বলেই বিবেচিত হবে।

অন্যমনে সাহিত্য পাতায় প্রেরিত প্রতিটি লেখা একাধিক এডিটোরিয়াল রিভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায় । এই বিষয়ে লেখক ও সম্পাদকের উভমুখী আলোচনা লেখাটিকে সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস...

এছাড়াও আপনাদের যাবতীয় সমালোচনা ,অভিযোগ অথবা পরামর্শ আমাদের সাথে ভাগ করে নিন আমাদের মেল আইডি বা ফেসবুক পেজে । যে কোনো প্রশ্ন বা সমালোচনার জন্য সবসময় খোলা আছে আমাদের মেলবক্স |

ফেসবুক পেজ লিংক : https://www.facebook.com/groups/1593092304353128


সাহিত্যে
সৃজনে
অন্যমনে সাহিত্য 
 
 
 


1 টি মন্তব্য:

  1. এখনও পড়া হয়নি একটি কবিতা গল্পও। কেবল লেখা পাঠানোর নিয়মাবলী পড়লাম। আপনি ভালো থাকুন আপনার প্রতিবেশিকে ভালো রাখুন। সকলের রতদিন শুভ হোক।

    উত্তরমুছুন