অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

প্রাক্তন


প্রাক্তন
=========
পায়েল সেন
=========


ধূসর স্মৃতিরা পসরা সাজায় হৃদয়ের গলিতে,
মেয়েবেলা পথ হারায় ফেলে আসা সময়ের ছবিতে।
অতীতের কিছু পাতা ওল্টালে ; হাওয়ায় উড়ে যায় ডায়েরির ভাঁজে চাপা থাকা -
কিছু শুকনো গোলাপের পাপড়ি আর একটা ময়ূরের পালক।
কলেজের নবীন বরণের দিনে হঠাৎ ভিড়ের মধ্যে আসা, একটা লাজুক হাত থেকে পাওয়া;
মনের দরজায় আজও বারবার স্মৃতিরা কড়া নাড়ে।
দমবন্ধ গুমোট ঘরের দরজার ফাঁক গলে ;
চৌকাঠ পেরিয়ে নেমে আসে কয়েক ফোঁটা নোনা জলের ধারা।
মনের অগোচরে রয়ে যায় অসম্পূর্ণ গাঁথা ভালোবাসার বিনি সুতোর মালা,
প্রথম প্রেমের চিঠিরা সময়ের এজলাসে আজ বোবা সাক্ষী হয়ে দাঁড়িয়ে!
ভালোবাসার ডাকনামটা অবিকল রয়ে গিয়েছে শুধু ডাকার অধিকারটা আর নেই।
তাকে ছুঁয়ে দেখতে গিয়ে মুঠোফোনের দ্বারস্থ হতে হয়,
মুখপুস্তিকায় চেনা নামে খুঁজতেই পরিপাটি ছবি জানান দেয় সে আজকাল সুখী - সংসারী।
হাতুড়ির আঘাতের চেয়েও গভীর আঘাত অনুভব হয়,
বোরোলিনেও বুঝি এই ক্ষত সারে না!
আসলে কি জানেন তো, ব্যস্ততার অজুহাতে ভুলে থাকা সহজ কিন্তু ভুলে যাওয়া নয়।।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন