অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

হবে কি ফের দেখা ?


হবে কি ফের দেখা ?
====================
সাকিব জামাল
===========================
 

পরিস্থিতি সাপেক্ষে, জীবন এখন একটি কোয়ান্টাম কণিকার মতো-

হাইজেনবার্গের 'অনিশ্চয়তা নীতি' নির্ভর দোদুল্যমান অবস্থায়,

'দশা' স্পষ্ট করে বলা যায় না কারো!





যেমন ধরো, সমকালে আমাদের মাঝে দূরত্ব বেড়ে গেলো

ভৌগলিকভাবে কাছাকাছি থেকেও চোখের আড়াল,

মনের দূরত্ব কমেছে নাকি বেড়েছে- অনিশ্চিত।

এ অনিশ্চিত সময় দীর্ঘ হয়ে হয়ে এগিয়ে চলছে মহাকালমূখে,

সঙ্গত কারণেই 'ফের দেখা' অনিশ্চয়তার দোলাচলে!





ঘুরে ফিরে মন বারবার মনকে বলে-

হবে কি ফের দেখা, বসবে মেলা আনন্দলোকে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন