অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

শনিবার, ৩০ মে, ২০২০

তোর_দিকে_চেয়ে_বাঁচি


তোর_দিকে_চেয়ে_বাঁচি
=================================
মৌসুমী রায়
=================================


অনেক গদ্য,পদ্য হোলো লেখা
সাথে মান অভিমান উগরে দেওয়া
মোদ্দা কথা আমার তোকেই চাই।
জানি বিষ নেই তোর,ঠোঁটের নিকোটিনে
আমার স্পর্শের নিষিদ্ধ রঙ
লোভ জাগাতো তোর মনে।
"কষ্ট "আমার ভিষন প্রিয়
কষ্টেই দিন কাটুক
মৃত্যু আমায় যাক নিয়ে যাক
আমার না পাওয়া চাঁদ তোকে আমার
কষ্টের মেঘ ঘিরে থাকুক।

কেউ জানবেনা কেউ বুঝবে না

কেন তোর মন কিসের ভয়ে কাঁপে

তুই তো জানিস নিষ্পাপ প্রেম খুন হয়ে গেছে

তোর স্খলনের পাপে।













কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন