অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় তপনকান্তি মুখার্জি 

 

 অন্যমনে গুচ্ছকবিতায় তপনকান্তি মুখার্জি
==============================

হাত

হাজার অসুরের দৃষ্টি ঠ্যালে হাত ,
ছায়ার অন্ধকারে ডুবে থাকে রাত ।
স্বপ্নেও হাতছোঁড়া ঘুম ঘুম চোখে ,
সব হাত জমা আছে এই পোড়া বুকে ।


বুক

অহংকারে বুক স্ফীত , ছায়া দেয় লাফ ,
চোখের সামনে ভাসে হলুদ ধানিমাঠ ।
কখনও দ্বিখন্ড , কখনও ত্রিভঙ্গমুরারি ,
একটু গোপন চাওয়ায় যমুনা আমারই ।



পেট

সংকোচে শুয়ে থাকি খালিপেটে রাতে ,
ঘুম ঘুম তন্দ্রায় ঘি মাখি ভাতে ।
কেউ বলে ভরাবে পেট যিনি দিয়েছেন এটি ,
' লাল বই ' ডান হাতে চেপে ধরে টুঁটি ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন