অন্যমনে গুচ্ছকবিতায় সুনন্দ মন্ডল
==========================
নীরব প্রদীপের সলতে
আকাশ ব্যাপ্ত রামধনুর ছটায়
কুঁড়েঘর জেগে থাকে প্রদীপে।
নীরব চাহনিতে কত কথা সিঞ্চিত
ছুঁয়ে থাকে আগুনের শিখা।
রাত বাড়ে, প্রহর চড়ে
শিখাময় দ্যুতি লেপ্টে থাকে চাতালে।
উঠোনের কোণায় কোণায় মহামারী যত
মুছে যেতে চায় নীরব একুশে।
প্রদীপের সলতে হয়ে উজ্জ্বলতা ছড়িয়ে
নব যুগ ভেসে আসে জোনাকির ডানায়।
কোটি নক্ষত্র দূরে ভাসমান তারারা
হেসে লুটোপুটি খায় নীরব প্রদীপের সলতে দেখে।
অবসন্ন সভ্যতার চূড়া
লাশ কাটা ঘর, গুদাম
বন্দি হয়ে অজানা কত মুখ আঁটা বস্তারা।
ভেজাল, তবু পার হয়ে যায় সীমানা
চূড়া ছুঁয়ে সভ্যতার নব উদ্গীরণ।
লাল, নীল বা কমলার রঙে ঠাসা বারুদ
ভর্তি বাক্সে মুখ থুবড়ে অবসন্নতা,
মুখ ফুটে বলতে গেলেই দুম!
বিশদ বিষাদ ঘুচে যাবে জানি।
আধুনিকতা চড়া দামে বিকোয়
পড়ে থাকে কিছু সবজি আনাজ
উচ্ছিষ্ট খাবারে বাসন ভরে
জেগে থাকে আজকের চাঁদ।
আঁধার মেখেছে চিলেকোঠা
বসন্ত আসছে
শীত ছুটে চলেছে সেই দিকে।
পূর্ণিমার গোল চাঁদে লেগেছে শিহরন
তৃপ্ত পৃথিবীর পিঠে ঘষা লেগে।
নিম্ন সমতলে আঁধার এখনো
জাগেনি জীবনের চিলেকোঠা।
ছুটে চলে ঢেউ
ছুটে চলে প্রকৃতি
ছুটে চলে মানব জীবন
শুধু ভিতরে ভিতরে ক্ষয় হয় আঁধারে দ্রবীভূত যা।
আকাশ ব্যাপ্ত রামধনুর ছটায়
কুঁড়েঘর জেগে থাকে প্রদীপে।
নীরব চাহনিতে কত কথা সিঞ্চিত
ছুঁয়ে থাকে আগুনের শিখা।
রাত বাড়ে, প্রহর চড়ে
শিখাময় দ্যুতি লেপ্টে থাকে চাতালে।
উঠোনের কোণায় কোণায় মহামারী যত
মুছে যেতে চায় নীরব একুশে।
প্রদীপের সলতে হয়ে উজ্জ্বলতা ছড়িয়ে
নব যুগ ভেসে আসে জোনাকির ডানায়।
কোটি নক্ষত্র দূরে ভাসমান তারারা
হেসে লুটোপুটি খায় নীরব প্রদীপের সলতে দেখে।
অবসন্ন সভ্যতার চূড়া
লাশ কাটা ঘর, গুদাম
বন্দি হয়ে অজানা কত মুখ আঁটা বস্তারা।
ভেজাল, তবু পার হয়ে যায় সীমানা
চূড়া ছুঁয়ে সভ্যতার নব উদ্গীরণ।
লাল, নীল বা কমলার রঙে ঠাসা বারুদ
ভর্তি বাক্সে মুখ থুবড়ে অবসন্নতা,
মুখ ফুটে বলতে গেলেই দুম!
বিশদ বিষাদ ঘুচে যাবে জানি।
আধুনিকতা চড়া দামে বিকোয়
পড়ে থাকে কিছু সবজি আনাজ
উচ্ছিষ্ট খাবারে বাসন ভরে
জেগে থাকে আজকের চাঁদ।
আঁধার মেখেছে চিলেকোঠা
বসন্ত আসছে
শীত ছুটে চলেছে সেই দিকে।
পূর্ণিমার গোল চাঁদে লেগেছে শিহরন
তৃপ্ত পৃথিবীর পিঠে ঘষা লেগে।
নিম্ন সমতলে আঁধার এখনো
জাগেনি জীবনের চিলেকোঠা।
ছুটে চলে ঢেউ
ছুটে চলে প্রকৃতি
ছুটে চলে মানব জীবন
শুধু ভিতরে ভিতরে ক্ষয় হয় আঁধারে দ্রবীভূত যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন