অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় পায়েল সেন

 

 অন্যমনে গুচ্ছকবিতায় পায়েল সেন
========================

 

প্রতিচ্ছবি

প্রেমকে আমি না জানি কতবার
না জানি কতরকম ভাবে লিখতে চেয়েছি,
কিন্তু প্রত্যেকবার সেই তোমার নামের প্রথম অক্ষর ছাড়া কলম অন্য কিছু লিখতেই ব্যর্থ।


তারপর আমি অক্ষর অক্ষর মিলিয়ে
কিছু শব্দের চয়নে কবিতা লিখেছি,
কিন্তু সেই কবিতাও তোমারই
ছায়াছাড়া অন্যকিছু দেখাতেই অসমর্থ।


এখন আমার কাছে প্রেমের পরিভাষা
কেবলই একটি -
যার প্রতিটি শব্দ তোমার নামের প্রথম অক্ষরে শুরু
আর কবিতাজুড়ে শুধু তোমারই প্রতিচ্ছবি।


সব ঝুট হ্যায়

ঠোকর খেতে খেতে জীবন একদিন নড়বড়ে পায়ে হাঁটতে শিখে যায়,
ঝুঁকি না নিলে "নো রিস্ক নো গেইন",
প্রাপ্তি- অপ্রাপ্তির সাপ সিঁড়ি খেলায় -
হেরে গিয়েও অদম্য জেদে বাজীগর।
ভেঙে খানখান হওয়ার পর আলেয়াকে ছুঁতে চায় কিছু স্পর্শহীন অনুভব।
আঘাত পেতে পেতে দেওয়ালে এসে পিঠ ঠেকলেই-
বিপ্লবী মন মাথা চাড়া দেয়,
সমঝোতা এক্সপ্রেসে চেপে রওনা দিয়ে শূন্য দিয়ে দশমিক-ভগ্নাংশের হিসেব কষে ফেলি।
তারপর, গ্রাস করে কেবলই একাকীত্ব।
মনের মৃত্যু খবরের শিরোনামে আসে না,
সময়ের ধূসর চশমায় এক লহমায় ভুলে যেতে হয়।
সব ভালোবাসা পরিণতি পায় না,
সব গল্পের হ্যাপি এন্ডিং হয় না,
তাই এক জীবনে সুখ নামক পাখিও পিঞ্জরে ধরা দেয় না।
বাস্তবের জমিনে পা রেখে অলীক ভাবনারা জানান দেয় " সব ঝুট হ্যায়"......


মন্দমেয়ের কাব্যকাহন

তোমার অকালবৃষ্টি আমার শহরে
নেমেছে সেই কবে থেকে,
ভিজতে চাইনি আমি ;
তৃষিত উপেক্ষিত সরে আছি বহুদূরে।
আমায় নিয়ে লেখা,
বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটার মতো
তোমার কবিতায় ঝরে পড়ে বন্য প্রেম।
আমার সারাটা দিনের ভাবনায় শুধুই তুমি।
শ্যাওলা ধরা ভাঙা উঠোনে
তিতির পাখির দল আসে না আর,
তারাও ইঙ্গিতে বুঝিয়ে দেয় তোমার প্রতি অভিমানে ভুলেছে যে পথ।
তুমি কি সেই পুরুষ হবে কোনোদিন -
যে আমাকে নিয়ে যাবে অচেনা কোনো দেশে,
যার তীব্র আলিঙ্গনে অভিমান হবে গলে জল,
অধরের আলতো ছোঁয়ায় বোঝাবে তোমার অধিকার।
আগামী সাতজনম সঙ্গে নেবে আমায়?
আধেক ভাগ করে নেবো আমরা কষ্টের খতিয়ান।
ভালো-মন্দের মিলিত সুরের আলাপ লিখবো আমরা কাব্যের ছন্দেতে।
একাকীত্বের নিঝুম রাতে কান্না মাপে অগুনতি তারারা,
ক্লান্ত আমায় দিও কেবল তোমার কোলের ওই কেদারা।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন