অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় চন্দন বিশ্বাস

 

অন্যমনে গুচ্ছকবিতায় চন্দন বিশ্বাস
==========================

খাণ্ডববন 


তোমার আগুনে পুড়ি সারাদিনরাত

যতটা পুড়ি আমি

তারও চেয়ে বেশি কেন তোমাকে পোড়াই ?

বুকের গভীরে পোষা দাবানল

যদি কোনদিন খাণ্ডববন হয়ে যায়…..

ফায়ার ব্রিগেডে কে মিস্ড কল দেবে ?

নাম্বার ই বা কত ?




রাস্তার আলোবুকে


যেতে যেতে ফিরে তো তাকাস নি একবারও অন্ধকারে

বুঝিয়েই দিয়েছিস সব কিছু তুই ইঙ্গিতে আকারে

পিছুটান নেই কোনো এদিকের বলেছিস তোর স্বভাবে

শুধু শুধু চেয়ে থাকা রাস্তার আলোবুকে তোর অভাবে….





এখানে গল্পকথার নিষিদ্ধ প্রবেশ


এখানে গল্পকথার নিষিদ্ধ প্রবেশ

সন্দেহবিলাসী মনে স্বপ্নভাঙা পুরান

লিখে রাখে আদমের সাইটোপ্লাজম


কাল তোর ঘরমুখো প্রিয়তম বর

আমাকে রাস্তামায়া উপহার দিলে

তোর দেহে পাকাপাকি পোতা বাঁধবার প্রতিশ্রুতি


দোতারা সঙ্গতে রাতজাগা তোর বুকে গান লিখবো






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন