অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় শম্পা ঘোষ

 

অন্যমনে গুচ্ছকবিতায় শম্পা ঘোষ
=======================

বাঁচার দিশা



চারপাশের আঁধারটা ক্রমশ হচ্ছে গাঢ় থেকে গাঢ়তর।

একটা অন্ধকার গুহায় যেন হয়েছে ঢোকা -

তুমি আমি আমরা সবাই এখানে করেছি প্রবেশ ।

কেমন যেন একটা গা গোলানো পরিবেশ এখানে এই অন্ধকারের রাজত্বে -

আলো নেই - আলো নেই - কোত্থাও আলো নেই -

গুহার মুখের কোন ফাঁক ফোঁকর দিয়ে আসছে সামান্য কিছু চোয়ানো আলো ।

সেই আলোতে ওই গুহাতে তৈরি হয়েছে একটা আলো আঁধারি পরিবেশ -

গুহায় ঘুরে বেড়াচ্ছে সব যেন প্রেতাত্মার দল !

একে ওপরের মুখ পাচ্ছে না দেখতে ।

কেবলই অনুভবে যাচ্ছে বোঝা ।

সেখানে থিক থিক করছে ভীড় -

নিঃশ্বাস নিতে হচ্ছে কষ্ট ।

সবাই খুঁজছে হাতড়ে হাতড়ে আলোর পথটাকে।

সবাই চাইছে এই ঘন অন্ধকারের থেকে মুক্তি পেতে।

একটু আলোর দরকার -

একটু আলোর আছে দরকার ।

ঐ আলোর পথেই পাবে সবাই মুক্তি -

ফেলবে সবাই মুক্তির নিঃশ্বাস ।

শ্বাসরোধকারী এই পরিবেশের সৃষ্টি করেছি তো আমরাই ।

এখন আমরাই পড়েছি আমাদেরই পাতা ফাঁদে ।

এই ফাঁদের জাল কেটে বেরিয়ে আসতে পারলে তবেই তো মিলবে মুক্তি ।

তবেই তো পাবো মুক্তির আলো ।

যদি এখনও বাঁচার ইচ্ছা হয় প্রবল -

তবে ভাঙতেই হবে ওই গুহার মুখ -

ভেঙে বের হলে পাবো আলো ।

নতুন করে বাঁচার দিশা দেখাবে ওই আলো -

ওই আলোকে দিশারী করে এগিয়ে যেতে হবে সামনের দিকে -

খুঁজে নিতে হবে নতুন পথের ঠিকানা ।

পিছনে পড়ে থাকুক ওই কালো কুৎসিত অন্ধকার!

জ্বালো আলো - জ্বালো আলো ।

আলোয় আলোকিত হোক পথ ।

নতুন পথে নতুন করে চলতে শুরু করি আমরা ।


বন্ধু যখন সময়


বড়োই অদ্ভুত বস্তু এই সময় !

সে কেবলই ছুটে চলেছে অসীমের দিকে -

আগু পিছু কোন দিকেই নেই তার নজর ।

সে কেবল মগ্ন তার নিজের কাজে।

তার হাতে কোন সময়ই নেই অন্যকে দেবার -

কারও জন্য তো সে কোনদিনই করেনা অপেক্ষা-

সে কেবলই দৌড়াচ্ছে - দৌড় দৌড় দৌড় -

তার জীবনের এটাই একমাত্র মূলমন্ত্র।

যদি কেউ পারে এ জীবনে সময়ের পিছু পিছু ধাবমান হতে -

যদি কেউ পারে তার গতির সাথে পাল্লা দিতে -

তবেই তো সে এই জীবনে হবে জয়ী।

সারাজীবন ধরে কেউ যদি এই আশায় বুক বেঁধে থাকে বসে -

একদিন! একদিন সময় তাকে সময় দেবে !

ভুল - সময় কখনো কারো হাতে এমনি তো দেয় না ধরা -

তাকে ধরতে জানতে হয় -

তাকে পরাস্ত করতে হয় সেই সময়ই দিয়ে -

নাহলে পড়তেই হয় সেই ফাঁকি -

তখনই তাকে বলে লোকে সে হয়েছে জীবনে পরাজিত -

সময়কে বন্ধু করে এগোও তার সাথে সাথে পায়ে পা মিলিয়ে ।

তবেই জীবন তোমাকে এনে দেবে সাফল্য ।

সময় তখনই হবে তোমার বন্ধু ।



জীবন রথ

পায়ে পায়ে চলেছে জীবন এগিয়ে কালের রথে চড়ে

দিনক্ষণ পল পল মানে না কোন সময় ধরে।

জীবন চক্র নিত্য বহমান যা জন্ম থেকে মৃত্যু কে বলে

নিতি নিতি জীবনে সূর্য ওঠে আর যায় অস্তাচলে।



কিছু পাওয়া না পাওয়া , কিছু ভোলা আর ধরে রাখা

কিছু দুঃখ ব্যাথা সাথে কিছু ভালোলাগা মেলেছে মনে পাখা।

দিন মাস বছরের যোগ বিয়োগের অঙ্কে ঠাসা দিন

সময়ের সাথে হাত ধরে চলতে চলতে আয়ু হয়েছে ক্ষীণ ।



সময় শিখিয়েছে ভুলের অঙ্কগুলো দিয়ে চরম শিক্ষা

দেওয়ালে পিঠ ঠেকার আগে ঘুরে দাঁড়াবার নিও দীক্ষা ।

কি আছে আর কি নেই এর হিসেব নিকেশ পিছনে ফেলে

পুরোনো রেখে এগিয়ে যাবার নতুন দ্বারে যেতেই হবে চলে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন