অন্যমনে গুচ্ছকবিতায় অনিন্দ্যকেতন গোস্বামী
=================================
=================================
বিশ্বাস ঘাতক
হাতের ভেতরে হাত রাখা যায়
সে হাত কখন বিস্ফোরিত হয় কে জানে
বিস্তীর্ণ জায়গা জুড়ে আঙুল, নখ, রক্ত...
শল্কমোচন....শল্কমোচন.....
মুখোশ
ব্যবচ্ছেদজাত নাড়ী-ভুড়ি আর প্লিহা
সহজেই মুখের মধ্যে টেনে নিতে পারি।
এমন কি তোমার মুখের হাসিও...
শুধু চোখে মিষ্টি লাগিয়ে নাক মুখে
রূপালী তবকের মত মুখোশ টেনে নিলেই হবে।
ক্লোরোমিন্ট
এসো পান খাই-
মুখে মুখে ছড়িয়ে পড়ুক চুনের ক্ষার
খয়েরের তিক্ততা
দোক্তার নেশা
মধুর মিষ্টি...
তার পর মুখের মধ্যে ককটেলের লাল রস এলে
ছড়িয়ে দিও জনসভায়...
আর হ্যাঁ, পানে যেন ক্লোরোমিন্ট থাকে
পুড়ে জ্বলে নেশায় মাতাল হলেও
ঠান্ডা পেলে বলবে শান্তি... শান্তি....
হাতের ভেতরে হাত রাখা যায়
সে হাত কখন বিস্ফোরিত হয় কে জানে
বিস্তীর্ণ জায়গা জুড়ে আঙুল, নখ, রক্ত...
শল্কমোচন....শল্কমোচন.....
মুখোশ
ব্যবচ্ছেদজাত নাড়ী-ভুড়ি আর প্লিহা
সহজেই মুখের মধ্যে টেনে নিতে পারি।
এমন কি তোমার মুখের হাসিও...
শুধু চোখে মিষ্টি লাগিয়ে নাক মুখে
রূপালী তবকের মত মুখোশ টেনে নিলেই হবে।
ক্লোরোমিন্ট
এসো পান খাই-
মুখে মুখে ছড়িয়ে পড়ুক চুনের ক্ষার
খয়েরের তিক্ততা
দোক্তার নেশা
মধুর মিষ্টি...
তার পর মুখের মধ্যে ককটেলের লাল রস এলে
ছড়িয়ে দিও জনসভায়...
আর হ্যাঁ, পানে যেন ক্লোরোমিন্ট থাকে
পুড়ে জ্বলে নেশায় মাতাল হলেও
ঠান্ডা পেলে বলবে শান্তি... শান্তি....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন