অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় দেবলীনা চক্রবর্তী

 

 

অন্যমনে গুচ্ছকবিতায় দেবলীনা চক্রবর্তী
=============================

 

শুধু তোমার’ই জন্য

এক অপার্থিব আলো নিয়ে এলো আজকের ভোর

বহুদিন বাদে এই আলোর মাঝে তোমার সাথে দ্যেখা, বিসমিল্লার সানাইয়ের মতো

রেখাবের বাদি স্বর যেভাবে আঁকড়ে ধরলো মনে হল ,

মর্মমূল থেকে ঝরে পরা সমস্ত সম্বাদি স্বর ভেঙে ফেলি এক নিমেষে ,

ভেঙে ফেলি তাকে অলীক ভ্রমের মতো, ব্যর্থ প্রেমের মতো , মিথ্যে আশ্বাসের মতো, অন্ধ বিশ্বাসের মতো !

যেভাবে যেটুকু জড়িত টুনকো জীবাণু সংক্রমণ সবটুকু ছিঁড়ে ফেলতে চাই যেন।

চির ধরেছে মাত্র , এখনও নিঃশেষ করা যায় নি।

এসমস্ত আকাঙ্ক্ষার সহজ ফলাফল আসে না

মোটেও ।

কিন্তু কি সহজে ভেঙে পরে বিরহী রোদবেলা তোমার-আমার কাঁচের জানলা ছুঁয়ে , জ্যামিতিক আকারে। বেলা পরে আসে,তলানি আশ্বাসটুকু নিয়ে কেঁপে ওঠে পোয়াতী পায়রা, নতুন বাসা গড়ার আশায়।



এ ভাঙা গড়ার খেলায় কি আশ্চর্য মৌজে মেতেছি আজ , শুধুমাত্র শব্দবন্ধের জন্য , মাত্রা বিন্যাসের জন্য , ধ্বনি তরঙ্গের জন্য, অনিত্য সুখের জন্য !



জানি আমার সিঁদুর-গোধূলিবেলা দিগন্ত সূর্যকে শুনিয়ে যাবে ব্যক্তিগত সানাই-এর ধুন

যা তোমাকে ছুঁয়ে যাবেই , যে সুর শুধু তোমারই জন্য।



নিরাময় চেয়ে...

বহুদিন যাবৎ অদ্ভুত ব্যামো ধরেছে এই শিরায় উপশিরায়

অক্ষরে অক্ষরে জ্বরভাব -

আলো কমে এলে রুগ্ন শ্রমিকের মতো বোধের বাগানে খুপরি চালাই

শব্দ হাতড়াই !

শেষে নিজস্ব প্রলাপ লিখি , নিরাময় চেয়ে।



সে এক যুবতী কন্যা এসে কানে কানে বলে যায় - ‘এমন কিছু লেখো যা পড়লে চমক জাগে’

শুনে নিজেকে ভাঙ্গতে থাকি , তিলে তিলে

রোদে পোড়া জলে ভেজা পড়ে থাকা বাঁশের মতো খণ্ডিত হই।

বোধি আলো দ্যেয় , আপ্তবাক্য ভোর


শপথে ওড়ে রঙিন দিন , উজ্জ্বল ফাৎনা ফড়ফড়ে

ছয়ানট বেজে যায় এসরাজে, ঘুম জেগে ওঠে!





রোমন্থন ....

এ মন খুশি করার মতো তেমন কোন সামগ্রী প্রয়োজন হয় না

দু’ফোঁটা আলো জল আর দু’মুঠো নীল আকাশই যথেষ্ট।

তবুও দিন ও রাতের শেষ প্রহর অব্দি অপেক্ষা ছিলো মুহূর্ত খুশির!


উৎসব শেষ হলো ----

দলে দলে ফিরে গেলো প্রাচীন সারস,বনময়ূর

আরও যে যেখানে ছিলো।


আমারও যে ফেরার পালা---

ফিরে এসে মুখ গুঁজে বসি গোপন কোটরে

একে একে তুলে রাখি এক আনা- দু’আনা প্রাপ্তি, অনাবিল স্মৃতি!

নিবিড় জমানো বোধ রিফু করে রাখি!

রোমন্থনের আশায়!

 

২টি মন্তব্য: