অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় বদরুদ্দোজা শেখু 




অন্যমনে গুচ্ছকবিতায় বদরুদ্দোজা শেখু
============================



কবরী এবং

১•

কানাকানির কাজল-রেখায় চোখের কোণায় তুলির টান

ঘর-ছাড়া মন অধীর উধাও, শিরায় শিরায় স্রোতের বান---

সকাল -সাঁঝের তোয়াক্কা নাই, বৃষ্টিবাদল চুলোয় যাক

রাত দুপুরে বাজছে বুকে বিনোদিনীর বেণীর ডাক





২•
কৃষ্ণ-সায়র কবরীতে ফুলের ফোঁটায় চুলের ঢেউ

আষাঢ় মেঘের চুলবুলি গো কাক-ভোরে কি দেখলো কেউ ?

কেউ দ্যাখেনি ঘোর কুয়াশায় উন্মনা সেই শীতের পরী

একলা আমিই নসীবওয়ালা সেই বিরহে, মরি, মরি !




৩•

জরীর ফিতে হীরের বালা নাকছাবি কি সোনার হার

রূপোর বিছে বাজুবন্দ পায়ের তোড়া নকশী পাড়

ছিলো কিনা, চোখ ছিলো না মন ছিলো না কোনোটাতেই,

বিভোর দু'জন হৃদয়-মনের আলিম্পনের পাঠ নিতেই





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন