অন্যমনে গুচ্ছকবিতায় পরাগ ভট্টাচার্য্য
===========================
===========================
স্বপ্ন
সবুজ চোখ দুটি মেলে ধরেছে
সবাই ভাবছে ভোরের লাল আভাস
কিন্তু এখনও অনেক দেরী ,
নদী কি ঢেউয়ের লাগাম দেবে
বাতাস কি বইবে না আর
পাহাড় কি বলবে, থামো মেঘ
বৃষ্টিকে বেঁধে রাখো, ওরা সব চুপচাপ,
না, এই সবকিছু থামলে পৃথিবী থেমে যাবে,
মানুষ, তোমরা থামাও আস্ফালন
কতটা নগন্য , বুঝতে যদি পারনি এখনও
তুমি ফিরতে পারবে না
বিচিত্র খেলা বন্ধ করো, বাঁচার জন্য
এবছরটা হোক এক নতুন দিগন্ত
দিনের সবুজ আকাশ মেলে ধরুক
শীতল ঝরনার জলে শান্ত হোক দগ্ধ মন।
হারিয়ে ফেলো না বন্ধু
হারিয়ে ফেলো না বন্ধু, যারা তোমায় ভালবাসে
হারিয়ে ফেলো না, যাদেরকে ভালোবাসো
হারিয়ে ফেলো না, যাদেরকে পথে দেখেছিলে
হারিয়ে ফেলো না, যারা বাধা হয় নি
ভুলে যেও না, অ আ ক খ শিখেছিলে
ভুলে যেও না, সন্ধি সমাসও সাথে ছিল
কেন জানি ভয় হয়, সবকিছু হারিয়ে ফেলার
কেন জানি ভয় হয়, নতুন কথার ফাঁদে পরার
ভুলে গিয়ে চিরন্তন সত্যগুলো, গানে কবিতায়
নতুন করে আগুনে ভাবনায় ডুবে যাবার
ইতিহাসের পোড়া পাতায় এখনও দাগ লেগে আছে
কেনো হাঁটতে চাইছো গরম কয়লার উপর দিয়ে
অতীতের ভাবনাগুলো, তোমার অনেক গভীরে
চিন্তার পাতাগুলো পালটে দেখো, খুঁজে পাবে
ভেসে যেও না ময়ূরপঙ্খী ভেবে,
তোমার জমি সুজলা সুফলা, এনো না মরুভূমি
যতই কর, হারিয়ে ফেলো না তোমার ভাষা
হারিয়ে ফেলো না, সোনায় মোড়া কথাগুলো,
হারিয়ে ফেলো না বন্ধু , নিজেকে।
প্রশ্ন করি
আমি কতটা অসৎ?
যখন কোন কাজ করি অন্যায় সুবিধা নিয়ে
আরেকজন করে এই অজুহাতে!
নাকি কোনও ভাবে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে
এটুকু সুবিধা নেওয়া যেতেই পারে!
যদি কোনোটাই না করি,
তবুও কি আমি আর সবার মতো?
প্রশ্ন করি।
আমি কতটা সৎ?
যখন রিকশাওলার সঙ্গে ভাড়া নিয়ে, যেন কেড়ে নিচ্ছে
সব্জিওলাকে এমন ভাবি, যেন ডাকাতি করছে
যদি কোনোটাই না করি ,
তবুও কি আমি আর সবার মতো?
প্রশ্ন করি।
ওরা বলে, মাঝে মাঝেই বলে, দুর্নীতি নিয়ে
একজন আরেকজনের দোষ খোঁজে!
তাই বারবার নিজেদের বলি
এ কোনো খেলা নয়, সবাই খেলবে
যেমন বাতাসে জীবাণু থাকলেও সবাই রোগী নয়
সমাজের অন্ধকার যাদের ভালো লাগে
তারা রোগী, যার কোনো ওষুধ নেই,
কত মানুষ বা প্রানী অজ্ঞাত রোগের শিকার হয়,
তেমনি একটা রোগে সমাজে আহত কেউ কেউ
বাকিরা ভুগছে ওই রোগীদের জন্য,
তবুও চিন্তায় যারা ওদের মতো, অসুস্থ নয় কি?
কবে পাব সঠিক উত্তর, এই গভীর সমস্যার।
সবুজ চোখ দুটি মেলে ধরেছে
সবাই ভাবছে ভোরের লাল আভাস
কিন্তু এখনও অনেক দেরী ,
নদী কি ঢেউয়ের লাগাম দেবে
বাতাস কি বইবে না আর
পাহাড় কি বলবে, থামো মেঘ
বৃষ্টিকে বেঁধে রাখো, ওরা সব চুপচাপ,
না, এই সবকিছু থামলে পৃথিবী থেমে যাবে,
মানুষ, তোমরা থামাও আস্ফালন
কতটা নগন্য , বুঝতে যদি পারনি এখনও
তুমি ফিরতে পারবে না
বিচিত্র খেলা বন্ধ করো, বাঁচার জন্য
এবছরটা হোক এক নতুন দিগন্ত
দিনের সবুজ আকাশ মেলে ধরুক
শীতল ঝরনার জলে শান্ত হোক দগ্ধ মন।
হারিয়ে ফেলো না বন্ধু
হারিয়ে ফেলো না বন্ধু, যারা তোমায় ভালবাসে
হারিয়ে ফেলো না, যাদেরকে ভালোবাসো
হারিয়ে ফেলো না, যাদেরকে পথে দেখেছিলে
হারিয়ে ফেলো না, যারা বাধা হয় নি
ভুলে যেও না, অ আ ক খ শিখেছিলে
ভুলে যেও না, সন্ধি সমাসও সাথে ছিল
কেন জানি ভয় হয়, সবকিছু হারিয়ে ফেলার
কেন জানি ভয় হয়, নতুন কথার ফাঁদে পরার
ভুলে গিয়ে চিরন্তন সত্যগুলো, গানে কবিতায়
নতুন করে আগুনে ভাবনায় ডুবে যাবার
ইতিহাসের পোড়া পাতায় এখনও দাগ লেগে আছে
কেনো হাঁটতে চাইছো গরম কয়লার উপর দিয়ে
অতীতের ভাবনাগুলো, তোমার অনেক গভীরে
চিন্তার পাতাগুলো পালটে দেখো, খুঁজে পাবে
ভেসে যেও না ময়ূরপঙ্খী ভেবে,
তোমার জমি সুজলা সুফলা, এনো না মরুভূমি
যতই কর, হারিয়ে ফেলো না তোমার ভাষা
হারিয়ে ফেলো না, সোনায় মোড়া কথাগুলো,
হারিয়ে ফেলো না বন্ধু , নিজেকে।
প্রশ্ন করি
আমি কতটা অসৎ?
যখন কোন কাজ করি অন্যায় সুবিধা নিয়ে
আরেকজন করে এই অজুহাতে!
নাকি কোনও ভাবে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে
এটুকু সুবিধা নেওয়া যেতেই পারে!
যদি কোনোটাই না করি,
তবুও কি আমি আর সবার মতো?
প্রশ্ন করি।
আমি কতটা সৎ?
যখন রিকশাওলার সঙ্গে ভাড়া নিয়ে, যেন কেড়ে নিচ্ছে
সব্জিওলাকে এমন ভাবি, যেন ডাকাতি করছে
যদি কোনোটাই না করি ,
তবুও কি আমি আর সবার মতো?
প্রশ্ন করি।
ওরা বলে, মাঝে মাঝেই বলে, দুর্নীতি নিয়ে
একজন আরেকজনের দোষ খোঁজে!
তাই বারবার নিজেদের বলি
এ কোনো খেলা নয়, সবাই খেলবে
যেমন বাতাসে জীবাণু থাকলেও সবাই রোগী নয়
সমাজের অন্ধকার যাদের ভালো লাগে
তারা রোগী, যার কোনো ওষুধ নেই,
কত মানুষ বা প্রানী অজ্ঞাত রোগের শিকার হয়,
তেমনি একটা রোগে সমাজে আহত কেউ কেউ
বাকিরা ভুগছে ওই রোগীদের জন্য,
তবুও চিন্তায় যারা ওদের মতো, অসুস্থ নয় কি?
কবে পাব সঠিক উত্তর, এই গভীর সমস্যার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন