অন্যমনে গুচ্ছকবিতায় শীতল চট্টোপাধ্যায়
=============================
শীত জ্যোৎস্না
জ্যোৎস্না থর-থর করে
শীতের পূর্ণিমায় ৷
উত্তুরে হাওয়া পূর্ণিমার আলো বয়ে
একাকী শীতের সৌন্দর্য লেখে ৷
নিঃশব্দ নিসর্গ পটে
মানব-মানবীর হৃদয় গান
সুরারোপে ধ্বনিত না হওয়াই ভালো,
শব্দ স্পর্শে শীত জ্যোৎস্নার কাচ গায়ে
চিড় সৃষ্টি হতে পারে হয়তো !
সাঁকো
ছোটবেলা- বড়বেলা
সাঁকো দিয়ে জোড়া,
বড়বেলা পার দেখে
ছোটবেলা ওড়া ৷
সাঁকো আছে তবু ওই
ছোটবেলা পারে
ফিরে যেতে বয়সের
বেড়া কাঁটাতারে ৷
এ সাঁকোয় আসা শুধু
ফির যাওয়া বন্ধ ,
এ পার দাঁড়িয়ে দেখে
ওপারের ছন্দ ৷
কবি দেখলেই
সুযোগ বুঝে যোগ করে নেয়
বিয়োগ প্রয়োজনে,
কিছু মানুষ নেয় উপকার
নিতেই জানে মনে ৷
এই মানুষের জন্য প্রাসাদ
এবং দামী গাড়ি ,
কবি দেখলেই এসব মানুষ
আগেই বলে আড়ি ৷
পকেটেতে সমাজ ভ'রে
সব দোষেতেই জয়,
শুধু কবির কলমে চোখ
পড়লে পায় ভয় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন