অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় দেবাশিস পাড়ুই

 

অন্যমনে গুচ্ছকবিতায় দেবাশিস পাড়ুই
===========================



স্মরণ

মাথার মধ্যে দুলছে ঝাউপাতা,
চোখের সামনে সাগর মরুভূমি।
ঢেউ হয়েছে কবেই বালিয়াড়ি,
ভুলেই গেছি নাটকের পটভূমি।
নিবিড় সন্ধ্যা ঘনায় অশত্থের তলে,
ভুল করে সন্ধ্যা কে ভাবি রাত,
দিনের আলোয় আঁধার লুকিয়ে,
বলে দেয় তার জাত।




জল

বিন্দু বিন্দু জল জড়ো করো,
ফেলোনা খরচের খাতায়।
ভুল করেও সিন্ধু দেখে ,
গুলিয়ে ফেলোনা মাথা।




প্রজাপতি


ডুব সাঁতারে কেটে যায় রাত,
আলোর মালায় লাল-নীল সব আলো।
প্রজাপতি পাখনা মেলেই ভরপেট,
আলগোছে দেখি ওপারের সব ভালো।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন