অন্যমনে গুচ্ছকবিতায় নাসির ওয়াদেন
===========================
===========================
প্রেম
ইষৎ বৃষ্টির ক্ষীনস্রোতে রাতচোরা পথ হাঁটে
চলে যাচ্ছে বৃকোদর নিশীথ রজতে
ভ্রমর এগিয়ে এসে শুষে নিচ্ছে একান্তই
ফুলের পাপড়ির স্বাদ, মধু রস , নিভৃতে
কিঙ্করী, দুহাতে শাড়ির আঁচল ধরে মোছে ঘর
বাইরে বৃষ্টির খোঁপা খুলে শুকোয় রোদ্দুর
হাতের নাগালে নাগর, অন্ধকার দিন খুব কাছে
একটা ছোঁয়াচে হাত কুটিল বিষাদের সুর
প্রেম এসেছিল আলোমাখা চরে পড়ন্ত বিকেলে
রাধা নেই, কৃষ্ণ নেই, তবু প্রেমে মজেছি সকলেই
পরকীয়া
দুর্দান্ত স্রোতের বিপরীতে একেলা দুপুর
হাঁটে নির্জন বটতলা, আলপথ, মেঠো ঘাস
অবাঞ্ছিত আলো এসে ভাসায় দিকশূন্যপুর
কতটা পথ ধরে হেঁটে যেতে পারি, তুইও যাস
বৃষ্টি ঝরে পথে, কাদা নেই ভালবাসা আছে
মটরগাছের সৌরভে হিল্লোল দেয় দোলা
দৃষ্টি চেয়ে থাকি ভোরের বাতাসে, ফিরে গেছে
সুচরিতা বসে কাছে চুল তার খোলা ,উতলা
কী রহস্যের যাদুগন্ধ উড়ে চুল থেকে ত্বকে
শুঁকে শুঁকে ভিজে যাই তার অনন্ত আলোকে
ভজন
নির্বাক চিল হয়ে অনন্ত আকাশে উড়ে মন
দোতরা কাঁখে রাধার মায়াতরুটির তলে
আড়বাঁশি বাজিয়ে কেষ্ট বোনে মায়াজাল
অতীত দাঁড়িয়ে কাছে সক্রিয় বিষন্ন সকাল
ভাঙাডিঙি বেয়ে চলে হাসির আলোকঝর্ণা
সারাশরীর জুড়ে রামধনু পাতিলেবুটির চারা
এঁকেবেঁকে গেছে ওপাড়ার ভেতরে আছে যারা
দেয়ালে দেয়ালে চুমুক ছড়িয়ে রেখেছে অপর্ণারা
ভজন-সাধন যার নিত্যছোঁয়াচে বাঁচার তৃষ্ণাজল
অন্ধকার-আলো মেখে দুজনেই হেঁটে যাই অবিরল
ইষৎ বৃষ্টির ক্ষীনস্রোতে রাতচোরা পথ হাঁটে
চলে যাচ্ছে বৃকোদর নিশীথ রজতে
ভ্রমর এগিয়ে এসে শুষে নিচ্ছে একান্তই
ফুলের পাপড়ির স্বাদ, মধু রস , নিভৃতে
কিঙ্করী, দুহাতে শাড়ির আঁচল ধরে মোছে ঘর
বাইরে বৃষ্টির খোঁপা খুলে শুকোয় রোদ্দুর
হাতের নাগালে নাগর, অন্ধকার দিন খুব কাছে
একটা ছোঁয়াচে হাত কুটিল বিষাদের সুর
প্রেম এসেছিল আলোমাখা চরে পড়ন্ত বিকেলে
রাধা নেই, কৃষ্ণ নেই, তবু প্রেমে মজেছি সকলেই
পরকীয়া
দুর্দান্ত স্রোতের বিপরীতে একেলা দুপুর
হাঁটে নির্জন বটতলা, আলপথ, মেঠো ঘাস
অবাঞ্ছিত আলো এসে ভাসায় দিকশূন্যপুর
কতটা পথ ধরে হেঁটে যেতে পারি, তুইও যাস
বৃষ্টি ঝরে পথে, কাদা নেই ভালবাসা আছে
মটরগাছের সৌরভে হিল্লোল দেয় দোলা
দৃষ্টি চেয়ে থাকি ভোরের বাতাসে, ফিরে গেছে
সুচরিতা বসে কাছে চুল তার খোলা ,উতলা
কী রহস্যের যাদুগন্ধ উড়ে চুল থেকে ত্বকে
শুঁকে শুঁকে ভিজে যাই তার অনন্ত আলোকে
ভজন
নির্বাক চিল হয়ে অনন্ত আকাশে উড়ে মন
দোতরা কাঁখে রাধার মায়াতরুটির তলে
আড়বাঁশি বাজিয়ে কেষ্ট বোনে মায়াজাল
অতীত দাঁড়িয়ে কাছে সক্রিয় বিষন্ন সকাল
ভাঙাডিঙি বেয়ে চলে হাসির আলোকঝর্ণা
সারাশরীর জুড়ে রামধনু পাতিলেবুটির চারা
এঁকেবেঁকে গেছে ওপাড়ার ভেতরে আছে যারা
দেয়ালে দেয়ালে চুমুক ছড়িয়ে রেখেছে অপর্ণারা
ভজন-সাধন যার নিত্যছোঁয়াচে বাঁচার তৃষ্ণাজল
অন্ধকার-আলো মেখে দুজনেই হেঁটে যাই অবিরল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন