অন্যমনে গুচ্ছকবিতায় শুভজিৎ দাস
==========================
গমন
" কল্পনার পার বরাবর হেঁটে চলে ওরা ;
ওই কাঠ পিঁপড়েরা ।
একক শরীরের শ্রীহীন সভ্যতা এগিয়ে চলে ,
এক দুই তিন প্রহরের অন্তরালে ।। "
~
পদচিহ্ন
" আদিম ধোঁয়া ঘরময়
ঘুলঘুলিটাও কি আদিম কাগজে মোড়া !
অজস্র তারার হুংকার ধোঁয়া খেলায়
ফুটে ওঠা পদচিহ্ন ;
কার?
দশম শরীকের ! "
নিভৃতবাস
" ভাতের জলীয়বাষ্প দলা বেঁধে খেলে বেড়ায়
দেয় শহরের আকাশ জুড়ে ,
অজানা উনুনের আগুনখেলা ব্যাপনে এগোয়
চৌরাস্তা বেয়ে ।
মোহনায় আসে তারা;
সভ্য চতুষ্কোণ শেখায় ওদের উৎস
তলানির নিভৃত কিনারে ।। "
ওই কাঠ পিঁপড়েরা ।
একক শরীরের শ্রীহীন সভ্যতা এগিয়ে চলে ,
এক দুই তিন প্রহরের অন্তরালে ।। "
~
পদচিহ্ন
" আদিম ধোঁয়া ঘরময়
ঘুলঘুলিটাও কি আদিম কাগজে মোড়া !
অজস্র তারার হুংকার ধোঁয়া খেলায়
ফুটে ওঠা পদচিহ্ন ;
কার?
দশম শরীকের ! "
নিভৃতবাস
" ভাতের জলীয়বাষ্প দলা বেঁধে খেলে বেড়ায়
দেয় শহরের আকাশ জুড়ে ,
অজানা উনুনের আগুনখেলা ব্যাপনে এগোয়
চৌরাস্তা বেয়ে ।
মোহনায় আসে তারা;
সভ্য চতুষ্কোণ শেখায় ওদের উৎস
তলানির নিভৃত কিনারে ।। "
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন