অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় হরেকৃষ্ণ দে 

 


অন্যমনে গুচ্ছকবিতায় হরেকৃষ্ণ দে
========================




উদাসীন গর্তের আলো


ঠিক কমলালেবুর খোসার মত ডাগর রঙ
নৌকার চোখের মত জলজ দৃষ্টি থেকে
শুষে নিই জ্বরের বিছানা


সাজানো থার্মোমিটারের আলমারি জুড়ে
উত্তাপের কাঁপুনি গিলে ফেলি
ডক্টরের কলম থেকে নিঙ্গড়ানো অ্যান্টিবায়োটিক ঘামের আল্পনা মুছে মাথাধরা সিক্সার


মায়ের ডিসপেনসারীর বুলানো হাত
কপালের উদাসীন গর্তের আলো হয়ে
ডুবিয়ে রাখে
তাজা বিকেলের ফুটবল মাঠ
 
 

হেরোডোটাসের পায়চারি স্বপ্ন


ইতিহাস ভেসে ওঠা একটা পুকুর
অতীতের সুস্থ গন্ধের জরিমানা ঢেউ ভিজিয়ে দিয়েছিল কনুইয়ের স্নায়ু
মনের ডিজিটাল ওয়েট মেশিনের ওয়েটিংরুমে ঘুমের জ্বালানী হাতে মধ্যরাত্রির ট্রাফিকজামে ঘুমিয়ে পড়েছিলাম


কয়েকটা ফালতু স্বপ্নের সাথে কথা কাটাকাটি
লাক্ষাকীটের মত নিজস্ব উঠোন জুড়ে পলাশের ছায়া গুণে চলেছি


স্বপ্নের রিফলেট হাতে কোনো এক হেরোডোটাসের পায়চারিতে হেসে ওঠে সম্বিত


ঘুমন্ত থুতুর ভেতর অজস্র পুকুরের বুদ্বুদ
ইতিহাস ভাসায়
আর হেরোডোটাসের পায়চারি স্বপ্নে ভাঙতে থাকে জীবনের ইতিহাস
 
 
 


উনুন চোখের কান্না


ব্যক্তিগত শোকের জলতোড়া দেওয়া উঠোনে
ফুলে ওঠা আঙুলে কলাগাছের সবুজ বাতাস বন্দী মন


ছাপোষা সকালের গণিত প্রশ্নমালায়
কড়া হিসেবের সিঁড়িভাঙা সরল অংক


মাড়ভাতের পুষ্টিবিজ্ঞানে রসায়নের ব্যবহারিক ক্লাসঘরে
উডপেনসিলের ইরেজার হাতে লড়ে যাওয়া
নিম্ন মধ্যবিত্তের চোখ


রুটির গোলাকার সাপলুডোয়
পুঁট ফেলার গাঢ় চাহিদার মত
পুষে রাখে
উনুন চোখের কান্না

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন