মননের সীমানা
সীমাবদ্ধতার পরিবেষ্টনেন
একটু একটু করে
অবরুদ্ধ মননের পরিসর,
সহসা অদৃশ্য বাঁধন ডোরে
চেতনার সৃষ্টিশীলতা
লজ্জাবতীর মত স্পর্শেই
ক্রমশ গুটিয়ে রাখি;
আগামীর মুখরিত মানসিকতা
যেখানে হোঁচট খেতে থাকে-
ভাবনার সুচারু প্রবাহমানতা
কোন এক সম্মোহিত আকর্ষনে
বারংবার ভেঙে তছনছ করে
জীবনের কর্মমুখীন নীলাকাশ;
যার পরতে পরতে অবলীলায় গেঁথে গেছে
অনাকাঙ্খিত ঘটনা মালা
অহর্নিশ প্রতিবন্ধকতার জালে-
আচ্ছন্ন মননের মরমী পরিসর
তবুও উজাড়িত প্রত্যাশায়
স্বপ্নের ফেরীর ভেলায় সওয়ার হয়ে
সীমাবদ্ধতার অবগুন্ঠন ডিঙিয়ে
দুঃসাহসের মাপা -শৃঙ্খলিত পদক্ষেপে-
পার করছি এগিয়ে চলার কঠিন পথ
মননের সুদীর্ঘ গন্তব্যে....
প্রতিচ্ছবি
কুয়াশার অবিন্যস্ত নির্জনতায়
চারপাশ মুখ ঢেকেছে
অচিরেই বিরাজমান নৈশব্দের আবহ!
প্রলম্বিত বাতাবরণে
সবাই স্বগৃহের অন্তরালে
অবিরাম নিস্তব্ধতা হরণ করতে আছে
পরিবেশের স্বাভাবিকত্বের নির্যাসটুকু,
কালের আতান্তরে জারিত হয়ে
প্রকৃতিও ক্রমশ রিক্ত ,বিধ্বস্ত
মনুষ্যের নিরবধি প্রত্যাশা পূরণে-
পৃথিবীর সহ্য সীমার বাইরে
এভাবেই পাহাড সম ভারে ন্যুব্জ
সবক্ষেত্রেই স্পষ্ট পরিলক্ষিত
এক নৈরাশ্যের নির্মম কুয়াশা;
যার ধারাবাহিকতার স্বাক্ষর বহমান
চারিদিকের বিস্তীর্ণ আনাচে-কানাচে
মানব সভ্যতার চাকা আটকে গেছে
পৃথিবীর উত্তাল রাজপথে,
দুর্বার গতির দৌরাত্ম্য বড় দিগভ্রান্ত
ক্রমান্বয়ে হারাতে বসেছেছে নিজস্ব গরিমা
সবক্ষেত্রেই বারংবার প্রতিভাত
পৃথিবীর অসহায়তার নিদারুণ প্রতিচ্ছবি!
কুয়াশার ঘেরাটোপ
চারপাশ ঢেকে গেছে কুয়াশায়
অবিরাম জাল বুনি হতাশায়।
নির্ভয়ে বাসা বাঁধে নীরবতা
শূন্যতা ডেকে আনে স্থবিরতা।
অনুভূতি চাপা পড়ে ভাষাহীন
পথ চলা বড়ো দায় প্রতিদিন।
ভাবনার যতসব কথা মালা
মননের খিড়কিতে দেয় তালা।
নিরাশায় জেগে উঠে বালুতট
পিছুটান হাত নাড়ে ঝটপট।
প্রতীক্ষার কাল গুনে চোখ মেলি
অযাচিত আহবানে ধাপ ফেলি।
পড়ে থাকা জীবনের সাদা খাতা
সময়ের পক্ষাঘাতে ঝরা পাতা।
বেদনার স্রোতধারা ভাসমান
অসহায় প্রাণ তবু চলমান।
কুয়াশার ঘেরাটোপ পার করে
হতাশার জাল ছিঁড়ে যাই সরে।
চেতনায় পাড়ি দিই ভিনদেশে
স্মৃতিগুলো জাগরুক অবশেষে।
সীমাবদ্ধতার পরিবেষ্টনেন
একটু একটু করে
অবরুদ্ধ মননের পরিসর,
সহসা অদৃশ্য বাঁধন ডোরে
চেতনার সৃষ্টিশীলতা
লজ্জাবতীর মত স্পর্শেই
ক্রমশ গুটিয়ে রাখি;
আগামীর মুখরিত মানসিকতা
যেখানে হোঁচট খেতে থাকে-
ভাবনার সুচারু প্রবাহমানতা
কোন এক সম্মোহিত আকর্ষনে
বারংবার ভেঙে তছনছ করে
জীবনের কর্মমুখীন নীলাকাশ;
যার পরতে পরতে অবলীলায় গেঁথে গেছে
অনাকাঙ্খিত ঘটনা মালা
অহর্নিশ প্রতিবন্ধকতার জালে-
আচ্ছন্ন মননের মরমী পরিসর
তবুও উজাড়িত প্রত্যাশায়
স্বপ্নের ফেরীর ভেলায় সওয়ার হয়ে
সীমাবদ্ধতার অবগুন্ঠন ডিঙিয়ে
দুঃসাহসের মাপা -শৃঙ্খলিত পদক্ষেপে-
পার করছি এগিয়ে চলার কঠিন পথ
মননের সুদীর্ঘ গন্তব্যে....
প্রতিচ্ছবি
কুয়াশার অবিন্যস্ত নির্জনতায়
চারপাশ মুখ ঢেকেছে
অচিরেই বিরাজমান নৈশব্দের আবহ!
প্রলম্বিত বাতাবরণে
সবাই স্বগৃহের অন্তরালে
অবিরাম নিস্তব্ধতা হরণ করতে আছে
পরিবেশের স্বাভাবিকত্বের নির্যাসটুকু,
কালের আতান্তরে জারিত হয়ে
প্রকৃতিও ক্রমশ রিক্ত ,বিধ্বস্ত
মনুষ্যের নিরবধি প্রত্যাশা পূরণে-
পৃথিবীর সহ্য সীমার বাইরে
এভাবেই পাহাড সম ভারে ন্যুব্জ
সবক্ষেত্রেই স্পষ্ট পরিলক্ষিত
এক নৈরাশ্যের নির্মম কুয়াশা;
যার ধারাবাহিকতার স্বাক্ষর বহমান
চারিদিকের বিস্তীর্ণ আনাচে-কানাচে
মানব সভ্যতার চাকা আটকে গেছে
পৃথিবীর উত্তাল রাজপথে,
দুর্বার গতির দৌরাত্ম্য বড় দিগভ্রান্ত
ক্রমান্বয়ে হারাতে বসেছেছে নিজস্ব গরিমা
সবক্ষেত্রেই বারংবার প্রতিভাত
পৃথিবীর অসহায়তার নিদারুণ প্রতিচ্ছবি!
কুয়াশার ঘেরাটোপ
চারপাশ ঢেকে গেছে কুয়াশায়
অবিরাম জাল বুনি হতাশায়।
নির্ভয়ে বাসা বাঁধে নীরবতা
শূন্যতা ডেকে আনে স্থবিরতা।
অনুভূতি চাপা পড়ে ভাষাহীন
পথ চলা বড়ো দায় প্রতিদিন।
ভাবনার যতসব কথা মালা
মননের খিড়কিতে দেয় তালা।
নিরাশায় জেগে উঠে বালুতট
পিছুটান হাত নাড়ে ঝটপট।
প্রতীক্ষার কাল গুনে চোখ মেলি
অযাচিত আহবানে ধাপ ফেলি।
পড়ে থাকা জীবনের সাদা খাতা
সময়ের পক্ষাঘাতে ঝরা পাতা।
বেদনার স্রোতধারা ভাসমান
অসহায় প্রাণ তবু চলমান।
কুয়াশার ঘেরাটোপ পার করে
হতাশার জাল ছিঁড়ে যাই সরে।
চেতনায় পাড়ি দিই ভিনদেশে
স্মৃতিগুলো জাগরুক অবশেষে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন