অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় তীর্থঙ্কর সুমিত

অন্যমনে গুচ্ছকবিতায় তীর্থঙ্কর সুমিত
===========================

হারানো কথা

ফলসা গাছের নিচে
আর কিছু নেই
তোমার চোখ জ্বলজ্বল করে
যে বাগানে কত রূপকথা
আখর কেটেছে শরীর জুড়ে
গাছে গাছে নেমে আসে অন্ধকার ; এক আশ্চর্য প্রদীপ !
গতকাল ----
লোকটা আর ফেরেনি।


হারিয়ে যাওয়া

আগামীকাল ____
তাঁর সৃষ্টির একটা উন্মোচন ঘটবে
কথা দিয়েছিল
দিগন্তের খুব কাছে
যে সাদা ঘোড়াটা ছুঁটে এসেছিল
আমি নতজানু হয়ে
সরল জ্যামিতির খুব কাছে,
বিন্দুকে বৃত্ত হতে দেখেছি
##
আগামীকাল আর আসেনি জীবনে।


কিছু কথা

কিছু কথা ---
যেভাবে পথ রাস্তা তৈরী করে
নদীকথায় লেখা থাকে স্বরলিপি
অনন্ত মাঠ জুড়ে
একলা থাকার গল্প
আর ব্যঞ্জনায় লুকিয়ে থাকে
হারিয়ে যাওয়ার অভ্যাস
ঠিক তেমনই ____
##
দিগন্ত জুড়ে বিছিয়ে আছে কুয়াশার চাদর




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন