অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় স্বরলিপি দাস

 

 

 অন্যমনে গুচ্ছকবিতায় স্বরলিপি দাস

 ==================================================



করোনার প্রকোপ


সালটা বিশে বিষ ,আনল মহামারী
চিরাচরিত জীবনযাত্রায় হল কড়াকড়ি।
বদলে গেল শিক্ষানীতি করতে হল মাস্কপ্রীতি,
থেমে গেল সাবলীল জীবনযাত্রা ও সঙ্গতি।
মানতে গিয়ে দূরত্ব বিধি বন্ধ হল জীবিকা অর্জন
আক্রান্ত কয়েক কোটি, গেল প্রাণ,হল আনন্দ বর্জন।
তবু করোনা যোদ্ধাদের পরিষেবার নেই কোনো বিরাম
স্যানিটাইজার লকডাউন! তবুও সংক্রমণ অবিরাম ।
নিরূপায় পৃথিবী আজ বিজ্ঞানের দারস্থ,
মহামারী নিধনে তাই ভ্যাকসিন খুঁজতে ব্যস্ত।
কাটিয়ে মৃত্যু ভয় হবে বিজ্ঞানেরই জয়
পৃথিবী হবে করোনা মুক্ত ঈশ্বরের কৃপায়।
নতুন বছরে এই টুকুই চাওয়া
করোনা মুক্ত ধরিত্রী উপহার পাওয়া।।


আমফান

করোনা যুদ্ধের সাথে পাল্লা
দিয়ে
আরও এক নতুন উপদ্রব এল
এগিয়ে৷
নাম তার অবাক করা
চলো তাকে নিয়ে লিখি একটি
ছোটো ছড়া ৷
গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন
জর্জরিত
প্রবল শক্তি সঞচয়ে এসে
গেছে সাইক্লোন
করোনার উপদ্রবে আমরা
বড়ই ত্রসত৷
তার মধ্যে এল কিনা
আমফান!
হে ভগবান!হে ভগবান!
কত কী আর আছে দেখার
বাকি
ভয় হচ্ছে ঝড়ে উড়ে যায়
নাকি!
আয়লা ,লায়লা ,বুলবুল,ফণী
এতেও বোধহয় মন ভরেনি
সকাল থেকে প্রবল
বৃষ্টি
সত্যিই প্রকৃতি এ কী আজব
সৃষ্টি!
ক্ষতিহবে অনেক ,পোহাতে
হবে অনেক যন্ত্রণা
যদি সম্ভব হয় উড়িয়ে নিয়ে
যাও করোনা৷
৮০-৯০কিমি/ঘন্টা হয়তো
এত বেগ তোমার!
কারেন্ট ও নাই ,কাজ করছে
না ইনভার্টার৷
তাই অনেক দিন পর জ্বালানো হল মোমবাতি
বর্ষা আমার খুব প্রিয় ,তৃতীয়
প্রয়াসে থাকল সাথী
কী আবার? ছাতি ছাতি ছাতি!
যদি সত্যিই কাল থেকে
জানতে পারি
কমে গেছে ভয়ঙকর মহামারী
করবো আমরাও স্মরণ
তোমাকে সত্যিই আমফান৷



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন