অন্যমনে গুচ্ছকবিতায় মৌসুমী রায়
==========================
সুখপাখি
খুব ঘন বনানীর পথে চলতে চলতে
শিশির ভেজা সবুজের গন্ধে বিভোর
মনকেমনিয়া ঠান্ডা বাতাস সঙ্গী দোসর
ভালোবেসে আয়ত্ত করেছি কষ্টেও হাসা
ভিতর ভিতর শাণিয়ে রাখি যন্ত্রণা
ইচ্ছে এখন বাদলা মেঘের সাথে ভাসা।
কেন যে কেউ তাসেরঘর ভাঙতে আসে
বিষাক্ত সব শব্দ গুলো ঘুরতে থাকে
গ্লানির ভার ধুয়ে যাবে অকাল বারিসে।
চোখের আগল খুলে যায় আনমনে
আমার ছায়া হঠাৎ কখন বদলে গেলো
একলা বনে হারিয়ে গেছি তাই সুখের সন্ধানে।
কফি
ছোবল মারে স্মৃতিরা এখন
নিস্তব্ধ শীতের সন্ধ্যায়
কফির কাপে ঠোঁট রেখে চোখ বুজে
মন তোকেই খুঁজে বেড়ায়।
কি ভুলে খেয়েছি 'নিষিদ্ধ ফল'
নিজেই করেছি নিজের সর্বনাশ
পাঁচমিশালী কষ্টের রঙেই
রাঙিয়েছি জীবনের ক্যানভাস।
লুকিয়ে ফেলা চোখের জল
শুষে নিয়েছে শহুরে রাস্তার পীচ
একটা খুব বেয়াড়া প্রশ্ন তোর কাছে...
মনে হয়না তোর মানুষ হিসাবে তুই বড়ই নীচ?
রঞ্জার_ধন্ধ
আদরে মেশা নদী না নদীতে মেশে আদর
সাঁঝের সাথে নদীর গায়ে কুয়াশার চাদর,
নৌকা ভাসে একা না মাঝি তারে বায়
যেভাবেই হোক নৌকা মাঝ নদী পানে ধায়।
তোর আমায় নিয়ে পুতুল পুতুল খেলা
না ভেবেছিলি মাটির পুতুল তাকে ভাঙাই যায়
ঠোঁটের মধুজল চাখ বা চেটে দেখ অশ্রুজল
একবার নিজের বুকে হাত রেখে সত্যিকথা বল।
সুখের ঢেউ কাটছে ঢেউ, না আমি দেখি ভুল
আমার স্বত্বা জুড়ে তুই বোঝা কোথায় ভুলের মূল
যে জ্বরে জ্বলছে শরীর সে জ্বর তোকেও জ্বালায়
তফাৎ খালি একটাই তোর জ্বর সেরে যায়।
তোর সুবাস, আমার চেনা বাতাস এনে দেয়
আজো মনে পড়লে তোকে মন তারা খসায়।
খুব ঘন বনানীর পথে চলতে চলতে
শিশির ভেজা সবুজের গন্ধে বিভোর
মনকেমনিয়া ঠান্ডা বাতাস সঙ্গী দোসর
ভালোবেসে আয়ত্ত করেছি কষ্টেও হাসা
ভিতর ভিতর শাণিয়ে রাখি যন্ত্রণা
ইচ্ছে এখন বাদলা মেঘের সাথে ভাসা।
কেন যে কেউ তাসেরঘর ভাঙতে আসে
বিষাক্ত সব শব্দ গুলো ঘুরতে থাকে
গ্লানির ভার ধুয়ে যাবে অকাল বারিসে।
চোখের আগল খুলে যায় আনমনে
আমার ছায়া হঠাৎ কখন বদলে গেলো
একলা বনে হারিয়ে গেছি তাই সুখের সন্ধানে।
কফি
ছোবল মারে স্মৃতিরা এখন
নিস্তব্ধ শীতের সন্ধ্যায়
কফির কাপে ঠোঁট রেখে চোখ বুজে
মন তোকেই খুঁজে বেড়ায়।
কি ভুলে খেয়েছি 'নিষিদ্ধ ফল'
নিজেই করেছি নিজের সর্বনাশ
পাঁচমিশালী কষ্টের রঙেই
রাঙিয়েছি জীবনের ক্যানভাস।
লুকিয়ে ফেলা চোখের জল
শুষে নিয়েছে শহুরে রাস্তার পীচ
একটা খুব বেয়াড়া প্রশ্ন তোর কাছে...
মনে হয়না তোর মানুষ হিসাবে তুই বড়ই নীচ?
রঞ্জার_ধন্ধ
আদরে মেশা নদী না নদীতে মেশে আদর
সাঁঝের সাথে নদীর গায়ে কুয়াশার চাদর,
নৌকা ভাসে একা না মাঝি তারে বায়
যেভাবেই হোক নৌকা মাঝ নদী পানে ধায়।
তোর আমায় নিয়ে পুতুল পুতুল খেলা
না ভেবেছিলি মাটির পুতুল তাকে ভাঙাই যায়
ঠোঁটের মধুজল চাখ বা চেটে দেখ অশ্রুজল
একবার নিজের বুকে হাত রেখে সত্যিকথা বল।
সুখের ঢেউ কাটছে ঢেউ, না আমি দেখি ভুল
আমার স্বত্বা জুড়ে তুই বোঝা কোথায় ভুলের মূল
যে জ্বরে জ্বলছে শরীর সে জ্বর তোকেও জ্বালায়
তফাৎ খালি একটাই তোর জ্বর সেরে যায়।
তোর সুবাস, আমার চেনা বাতাস এনে দেয়
আজো মনে পড়লে তোকে মন তারা খসায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন