অন্যমনে গুচ্ছকবিতায় শ্রাবণী সিংহ
=========================
জীবনবিষয়ক - ১
পুরনো আসবাব দেখতে শিখিয়েছে আমাদের-
'দেহ পট সনে নট সকলি হারায়'
হারায় না কিছুই, ম্লান থেকে যায় স্মৃতির সেভিংসে...
'ম্লান' শব্দটা সময় গেলে বোঝা যায়
কতটা যুতসই।
............
কাঠটগরের গাছটায় কিছু ফুল গোছা গোছায় এখনও
কিন্তু আর কতদিন?
আছে,নেই
এই অভাব
পুরুষানুক্রমে যায়....
জীবনবিষয়ক -২
সব নিশাকাল পুরুষ প্রকৃতির
সব ছায়া একটা সিপিয়া রং
সব শব্দ গুঢ় অভিধানে রাখা নেই তেমন
সব প্রশ্নের যা নেই, উত্তরেরও নেই তা-
সততা ও অনুবীক্ষণ
সব আছে'র মধ্যে আসলে কিচ্ছুটি নেই
পূর্ণ কলস আসলেই শূন্য কুম্ভ
সব আড়ম্বরই এক প্রকার শূন্যতা উদ্যাপন
সব অন্ধকারে রাত মেশে না
যখন
অন্ধ রূপকার মোনাফিক আলোয় সাজায়
চাঁদের উপাখ্যান।
শালজন্ম
কি সব ভেসে আসে মনচুরি হাওয়ায় ...শালজন্মের নেশাক্ত ঢেউ
মদমত্ত হরিণ পালায় বন থেকে বনান্তর
গহনে আরো আরো
যোগের দশম দ্বার খুলে রাখে পৌষের যোগিনী
শুকনো পাতা খসে আসে প্রাচীন বল্কলের মত
এখনও পাঠ বাকি আমাদের
এখনও জীবন বাকি
প্রদীপের মিথুন জ্বেলে বসে রই..
বিরহভাব ছেয়ে আছে দশদিক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন