সম্পাদকীয়
==================
আজ নেট জুড়ে অসংখ্য ওয়েব ম্যাগাজিন, ব্যাক্তিগত ব্লগ থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্কের বিভিন্ন সাইটে কবিতার প্রকাশের মধ্যে দিয়ে অবরুদ্ধ কবিতারা বাংলার ভার্চ্যুয়াল কাব্য জগতে ডানা মেলেছে মনের আনন্দে। গ্রাম আর শহরের বুকে এখন ‘নিউ নর্ম্যাল’-এর সচ্ছন্দ পদচারনা,দীর্ঘ লকডাউন আর জুবুথুবু শীতের জড়তাকে কাটিয়ে উঠে মানুষ ইতি-উতি ভালবাসার ওম খুঁজে বেড়াচ্ছে।
বর্তমানের অনুভবে অতীতের অভিজ্ঞতা সিঞ্চিত সচেতন উপলব্ধি আর ভবিষ্যতের স্বপ্নিল কল্পনা- এই দুইয়ের সাহিত্যিক মেলবন্ধন ঘটিয়ে আমাদের চেতন অবচেতন মনের আঙিনায় কবিতাই আমাদেরকে উদ্ভাসিত করে তোলে জীবনের রামধনুতে। কবিতাই পারে জীবনবোধের গভীরতায় সুস্পষ্ট জীবন প্রশ্নের অভিমুখী করে গড়ে তুলতে আমাদেরকে। আর তখনই আমাদের আমিত্বগুলি অর্থবহ হয়ে ওঠে।
এই ভাবনাকে সংকল্প করে অন্যমনে চাইছে আপনার সেরা লেখা যা জীবনবোধের গভীরতায় সুস্পষ্ট জীবন প্রশ্নের অভিমুখী করে গড়ে তুলবে আমাদেরকে ।
আমাদের দ্বিতীয় বর্ষের প্রথম সংখ্যা অর্থাৎ এই সংখ্যা গুচ্ছ কবিতার আর অণু গল্পের সংখ্যা।
আমরা লিখতে চাইছি বর্তমান নিয়েই। আসলে কবিতা আর গল্প সময়েরই দর্পণ। এই গল্প আর কবিতা সমাজেরও দর্পণ। বর্তমান সময় যে সুস্থ, সেকথা অতিবড় আশাবাদীও হয়তো বলতে পারবেন না। বর্তমান সমাজ যে স্বাস্থপ্রদ, মনে হয় কি তেমনটাও? সাহিত্যের ইতিহাসের পাঠক মাত্রেই হয়তো বলবেন, এইটিই প্রতি কালে সাহিত্যের সত্য। প্রতিকালেই সাহিত্যের এই লিখিত দলিলে সময় ও সমাজের অসুখের চিত্রই প্রকট হয়ে ধরা পড়ে।
আমাদের আরও নিবিষ্ট হয়ে দেখতে হবে, এই সময়ের কবিতা ও গল্প তার সময় ও সমাজকে সঠিক দিশায় ধরতে পারছে কিনা আদৌ। বিষয়টা যত না বিতর্কের তত বেশি চিন্তার।আমি কাঁটাতারের উভয় পারের কথাই বলছি। কাঁটাতার একটি রাজনৈতিক বিভেদরেখা মাত্র। কিন্তু তাই দিয়ে বাংলা সাহিত্যকে পুরোপুরি দুইটি পৃথক সত্ত্বায় ভাগ করে দেওয়া সম্ভব নয় কখনোই। এক পারে অসুখ হলে অন্য পারও সুস্থ থাকতে পারে না। এটা ভৌগলিক নিয়মেই সম্ভব নয়।
অন্যমনে সাহিত্য এর একজন শব্দ সৈনিক হিসাবে আমরা অন্তত এই বিষয়ে সজাগ থেকে সাধ্যমত আলো ফেলতে প্রয়াসী। যাঁরা তাঁদের চেতনার সিঞ্চন নিয়ে কাজ করে চলেছেন, তাঁদের জন্য অন্যমনে সাহিত্য উন্মুখ হয়ে উৎসুক সবসময়। আর তাই অন্য রকম দৃষ্টি কোন থেকে আমরা দেখে চলেছি এই সমাজ সাহিত্য বিবর্তন আর মানবিকতা। অন্যমনে সাহিত্য সবসময় পাশে আছে আপনাদের।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন