অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় সমাজ বসু

 

 

অন্যমনে গুচ্ছকবিতায় সমাজ বসু

 =======================================



আমাকে স্বপ্ন দিলে



কুয়াশায় থমকে আছে--

গাঢ় নীল যন্ত্রনার নক্ষত্র, এভাবেই

মধ্যরাত ভেঙে উড়ে আসে বাদুড়ের ডানায়

দুঃস্বপ্নের ভীষণ ভাস্কর্য।

অথচ--

আমাকে স্বপ্ন দিলে--

প্রত্যেক প্রহরে প্রহরে শিশিরের ফুলের নির্যাস

পাহাড় আর বনস্পতি জুড়ে.......



 কাল যাবার আগে



কাল যাবার আগে--

সুদ সমেত সব দেনা শোধ করে,

রেখে যাব এক চিলতে মাটি--

নিটোল ঘুম। মুছে দেব--

সব ভুল বোঝাবুঝি

কিংবা--

কারো চোখের জলের দাগ।



কাল যাবার আগে--

সব কথাই বলে যাব,যদি কেউ শোনে।



 ভাসান



নদী জানে, আমার চন্দনকাঠের বোতামের গন্ধ--

প্রিয় পাখি

প্রিয় ফুলের অমেয় স্মৃতি মুছে

কী ভীষণ পাথরের কাছাকাছি একা।



নদী জানে,কেন এই সমর্পণ--

আর সমর্পণের দুঃখ নিয়ে ভেসে যায় কোথায়--

আমার ঢাকের কাঠি

রং করা চোখ, চিবুক, নিটোল কটি ইত্যাদি

নদীর আয়নায় ক্রমশ

ভাসে ভাসে শুধুই ভাসে।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন