অন্যমনে গুচ্ছকবিতায়শুভাশিস ভট্টাচার্য
============================
============================
বোঁটা-সুদ্ধ শরীর
দুইহাজার তিনশ তেত্রিশ ফুট নিচে -
আমার শরীরে
মহুয়ার মধ্যরাত -
এলোমেলো অন্ধকারে,
শরীরের খানা খন্দ পেরিয়ে,
অনেক আলোর চাদরে,
নিলাম হয় -
জোনাকির আকাশ,
এক পুকুর তারা,
এক পাহাড় মেঘ,
এক নদী ভালবাসা।
নিলাম হয় -
ক্ষণস্থায়ী প্রেম
স্বর্গের গোপন বাগানে।
সহস্র যোনি চিহ্ন গায়ে -
শুয়ে থাকে আমার দেবতা
অহল্যা প্রতীক্ষায়,
লেবিয়া মেজরায় মাথা রেখে,
আপৎকালীন ভালবাসার খোঁজে,
হাতড়ে ফেরে সর্বাঙ্গ -
নগদ দামে কেনা বেলেল্লাপনা
আর
বোঁটা-সুদ্ধ শরীর।
মৃতপ্রায় সময়ের সীমান্তে
যমুনার
বুকের কাছে -
পুড়ে যায় আমার দেবতা -
মুখ, চোখ, দাঁত, চুল, খুলি…
উড়ে যায় -
নীলকণ্ঠ ধোঁয়ায়
আমার দেবতা
সতীর শবদেহ -
পুড়ে যায়
অনন্ত সময়।
দধীচির হাড়ে
দাঁতন কাঠি -
লেগে থাকা মাংসের কুচি -
রং মেখে সেজে ওঠে
অভিসারে -
নিলাম হয়
শ্যাওলার বিছানায়
নিশাচর ঠোঁট।
মৃতেরা পাশ ফিরে শোয় -
খুঁজে নেয় ভালবাসার মত কিছু -
জড়িয়ে ওঠা সন্ধ্যা-মালতী -
আবিষ্ট ঊরুর গভীরতা।
পায়ের ফাঁকে
লেবিয়া মাইনরায়
জীবনের গোপন দ্বীপে
মৃতপ্রায় সময়ের সীমান্তে
নিলাম হয় -
ভালবাসার অভ্যাস -
অভ্যাসের ভালবাসা।
ছুম ছুম গব্ভা
অবিনাশ কবিরাজ লেনে
উদোম হয় রাত -
শরীরের অলিগলি,
মল, মূত্র, কাদাজল,
শাড়ি, সায়া, ব্লাউজ,
উপচে পড়া নর্দমা,
ম্যান-হোলের ঢাকনা,
থাই, পা, বুক…
খুলে -
রঙ মাখানো
আমার দেবতা -
তন্দুরের অপেক্ষায় -
ছুম ছুম গব্ভা।
ডুবে যাচ্ছি
পিপে-ভরতি দেশি মদে
উড়ে যাচ্ছি -
গাঞ্জা ভাঙ্গের ধোঁয়ায়
নেচে নিচ্ছি -
পাছায় লাথ খেয়ে
খানিক
তা ধিন
ধিন তা -
তারপর অনায়াসে
তন্দুরের সহমরণে
আমি ও আমার দেবতা
ছুম ছুম গব্ভা।
দুইহাজার তিনশ তেত্রিশ ফুট নিচে -
আমার শরীরে
মহুয়ার মধ্যরাত -
এলোমেলো অন্ধকারে,
শরীরের খানা খন্দ পেরিয়ে,
অনেক আলোর চাদরে,
নিলাম হয় -
জোনাকির আকাশ,
এক পুকুর তারা,
এক পাহাড় মেঘ,
এক নদী ভালবাসা।
নিলাম হয় -
ক্ষণস্থায়ী প্রেম
স্বর্গের গোপন বাগানে।
সহস্র যোনি চিহ্ন গায়ে -
শুয়ে থাকে আমার দেবতা
অহল্যা প্রতীক্ষায়,
লেবিয়া মেজরায় মাথা রেখে,
আপৎকালীন ভালবাসার খোঁজে,
হাতড়ে ফেরে সর্বাঙ্গ -
নগদ দামে কেনা বেলেল্লাপনা
আর
বোঁটা-সুদ্ধ শরীর।
মৃতপ্রায় সময়ের সীমান্তে
যমুনার
বুকের কাছে -
পুড়ে যায় আমার দেবতা -
মুখ, চোখ, দাঁত, চুল, খুলি…
উড়ে যায় -
নীলকণ্ঠ ধোঁয়ায়
আমার দেবতা
সতীর শবদেহ -
পুড়ে যায়
অনন্ত সময়।
দধীচির হাড়ে
দাঁতন কাঠি -
লেগে থাকা মাংসের কুচি -
রং মেখে সেজে ওঠে
অভিসারে -
নিলাম হয়
শ্যাওলার বিছানায়
নিশাচর ঠোঁট।
মৃতেরা পাশ ফিরে শোয় -
খুঁজে নেয় ভালবাসার মত কিছু -
জড়িয়ে ওঠা সন্ধ্যা-মালতী -
আবিষ্ট ঊরুর গভীরতা।
পায়ের ফাঁকে
লেবিয়া মাইনরায়
জীবনের গোপন দ্বীপে
মৃতপ্রায় সময়ের সীমান্তে
নিলাম হয় -
ভালবাসার অভ্যাস -
অভ্যাসের ভালবাসা।
ছুম ছুম গব্ভা
অবিনাশ কবিরাজ লেনে
উদোম হয় রাত -
শরীরের অলিগলি,
মল, মূত্র, কাদাজল,
শাড়ি, সায়া, ব্লাউজ,
উপচে পড়া নর্দমা,
ম্যান-হোলের ঢাকনা,
থাই, পা, বুক…
খুলে -
রঙ মাখানো
আমার দেবতা -
তন্দুরের অপেক্ষায় -
ছুম ছুম গব্ভা।
ডুবে যাচ্ছি
পিপে-ভরতি দেশি মদে
উড়ে যাচ্ছি -
গাঞ্জা ভাঙ্গের ধোঁয়ায়
নেচে নিচ্ছি -
পাছায় লাথ খেয়ে
খানিক
তা ধিন
ধিন তা -
তারপর অনায়াসে
তন্দুরের সহমরণে
আমি ও আমার দেবতা
ছুম ছুম গব্ভা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন