অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় মাসুদুল হক

 



অন্যমনে গুচ্ছকবিতায় মাসুদুল হক
=========================



মেসেডোনিয়ার চিঠি

আমি ভুট্টার ক্ষেতে এসে সোনালী চুল মেয়েটিকে

মেঘ ও কাদার গল্প শোনাই

আলেকজান্ডারের সঙ্গে যারা এসেছে হিন্দুকুশে


ঘাস ফুল আর দোপাটির রঙে

পাহাড় আর নীলে মায়াবী মুখর মেয়েটির মুখ


মেয়েটি মুকুটে পালক পরে

বাগানে আপেল, ক্ষেতে ক্ষেতে ভুট্টা তোলে


মেয়েটি আমাকে নীল খাম দিয়েছে কাল রাতে

আমরা দুজনে তেজপাতা বনে হারিয়ে যাই


দূরে আকাশে মেঘ ,জোড়া জোড়া পাতা উড়ে চলে বাংলাদেশের দিকে

মেয়েটির পূর্ব পুরুষ এসেছিল মেসেডোনিয়া থেকে!



কালাশ নারী


সমুদ্র পেরিয়ে আকাশের নীল

তোমার চোখের তারায় বসে গেছে


একদিন মধ্য এশিয়া থেকে

তোমাদের কেরাভান

এসে থামে পাখতুনে


রঙধনু রঙের মুকুট মাথায়

তুমি নেচে উঠলেই

এক আশ্চর্য ময়ূরী তুমি

নূরি!পাথর! হিন্দুকুশ উপত্যকায়


আমি ভুলে যাই

তুমি কি ময়ূরী না কি কালাশ নারী!



কালাশ যুবক


ভারী বর্মে বর্মাবৃত তুমি কালাশ যুবক

যুদ্ধে এসেছিলে আলেকজান্ডারের সঙ্গে


বল্লম, তরোয়াল, তীর-ধনুক, বর্শায়

সজ্জিত তুমি

গ্রিসের শিরস্ত্রাণ পরেছিলে সোনালী মাথায়


অশ্বারোহী তীরন্দাজ তুমি কালাশ যুবক

এসে থেমে গেলে হিন্দুকুশে


লিজিয়ন রেজিমেন্ট ছেড়ে

নুড়ি, পাথর, নীল আকাশ আর নিসর্গের

নিচে তুমি সংসারী হতে হতে


এখন শ্বেতাঙ্গ আদিবাসী

বেঘোরে বাজাও ঢোল ব্যাঞ্জো আর বাঁশি!





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন