অন্যমনে অণুগল্পে ভবতোষ নায়েক
=========================
একটি ছবির খোঁজে
কলম হাতে নিলেই সময়টি থেমে যাই। পরিকল্পনা ভাবনা গুলো আর কাছে আসে না। সাদা পেজে ভেসে উঠে তখন কিছু একটা ছবির তৈরির জন্য এমন প্রতিকৃতি সেটা হয়ত সদ্য দেখা।
কিংবা বহুদিন পুরনো।তার রেশ এখনো মনে বোধে আছে। বারবার মনে আঁচড় কাটে। তার জন্য রঙ ধরলে নিয়ে অনেকাংশ পুরনো ধরা রাখা স্মৃতি পটে সেই না ভোলা মুখায়ব চাইনি ক্যানভাসে নিয়ে আসতে ব্যর্থ হয় শিলাদিত্য। একবার নয়, বহুবার এমন ঘটেছে। কলম রঙের শব্দমালা রুপ শিলাদিত্য আজও এঁকে তুলতে অক্ষম হতে হল।স্বপ্নের আলোয় বিমূর্ত সত্তা হয়ে পয়গম্বর এসে যেন উবে যায়। আশাশূন্য মনে ওয়ার্কশপ লাইট অফ করে বেরিয়ে পড়ল শহরের বুকে শীতে রেখে যায় অতীত স্মৃতির ছাপ ঘুণ ধরা সময়ের কাছে। যদি সেই ধরে রাখা মুখায়ব মনে আবার টেনে আনা যায়।
কথোপকথন
-ছবিতিতে তোমার পাশে মহিলাটি কে ?
-নতুন রিলেশনশিপ
-কিন্তু,উনি তো বিবাহিত !
-হ্যাঁ
-আর, ছবিটাও যতদুর সম্ভব দিঘার !
-ঘুরতে নিয়ে গিয়েছিলাম
-আর স্বামী !
-স্বামী বাইরে কাজে গিয়েছিলো।
-এতদিন পর এসে স্বামী যদি বুঝতে পারে !
-বলবে, নতুন বিয়ের জল লেগে শরীর ভারি হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন