অন্যমনে গুচ্ছকবিতায় মনোজ সাহা
=========================
=========================
জীবন
1.
সময় বয়ে যায় নদীর মতো
ভালো মন্দে
কলরবে ছন্দে ।
জীবন আসে যায় ঝরা পাতা হয়ে
দু:খে - সুখে
ভালোবাসার অসুখে ।
ধরে রাখা যায় না কিছুই
সমস্তই কেঁড়ে নেয় মূহুর্ত ।
2.
এ জীবন সার্কাস ।
আলো আঁধারির খেলা ।
ঘাত- প্রতিঘাত ময়
কেটে যায় এবেলা ওবেলা ।
ঢেউ আসে ঢেউ যায়
সাঁতারায় অনন্তকাল
কানামাছি খেলে যায় আমি
জীবন সর্বদায় অন্তরাল ।
1.
সময় বয়ে যায় নদীর মতো
ভালো মন্দে
কলরবে ছন্দে ।
জীবন আসে যায় ঝরা পাতা হয়ে
দু:খে - সুখে
ভালোবাসার অসুখে ।
ধরে রাখা যায় না কিছুই
সমস্তই কেঁড়ে নেয় মূহুর্ত ।
2.
এ জীবন সার্কাস ।
আলো আঁধারির খেলা ।
ঘাত- প্রতিঘাত ময়
কেটে যায় এবেলা ওবেলা ।
ঢেউ আসে ঢেউ যায়
সাঁতারায় অনন্তকাল
কানামাছি খেলে যায় আমি
জীবন সর্বদায় অন্তরাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন