অন্যমনে গুচ্ছকবিতায় সেঁজুতি বসাক
===========================
অসমাপ্ত
উড়ে যাওয়া বিহঙ্গও খুঁজে নেয় নিজস্ব আস্তানা;
তোমাকে দিতে চাওয়া চিঠিটা পড়ে আছে ধুলোমাখা।
এ কবিতা তাদের জন্য ভালোবেসে হেরে গিয়েও,
প্রেমিকের বিরহের আস্বাদ ভুলতে পারে না যারা।
সমুদ্রের ঢেউ এ মিশে যায় নাম রাখুক যতই যত্নে বালুকণা,
অনেক কথাই বলে অতীত যেমন অজন্তার গুহাচিত্র আঁকা।
নিস্তব্ধ রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্র ধ্রুবতারা,
হেসে বোঝাতে চায় এখনো বেঁচে আছে ক্ষনিকের আশা।
ইতিহাসের ভগ্ন প্রাসাদে লুকানো কথা রহস্যে ঘেরা,
জীবনচক্রে আপন পরের দ্বিধাতে জিতে যায় মায়া অজানা।।
অপেক্ষা
আমি অপেক্ষা করি,জানালার ধারে বসে;
হয়তো এবার আমার প্রতীক্ষার অবসান ঘটবে।
চুপি চুপি কেউ কাছে,এসে বলবে ভালোবাসি;
হাত ধরে বলবে চলো ছাদে বৃষ্টিতে ভিজি।
পূর্নিমার আলোয় বসে গল্প শোনাবে আমাকে,
অমাবস্যার রাতে ভয় পেলে জড়িয়ে রাখবে শক্ত হাতে।
হাজার ব্যস্ততার মাঝেও খোঁজ নেবে দিনেরাতে,
সুখ দুঃখ সারাজীবন থাকবে পাশে ভালোবেসে।
কল্পনার জগৎ ছেড়ে যখন দুচোখ মেলে দেখি,
পাশে বিরাট শূন্যতা আর আমি বসে একাকী।
জানিনা এই অপেক্ষার কোথায় ঘটবে সমাপ্তি,
হে ঈশ্বর পাই জেনো ফিরে আমার হারানো নিধি।।
মন মস্তিষ্ক
মন মস্তিষ্কের দাঁড়ি পাল্লায় যুদ্ধ চলে অবিরত,
আমরা বজায় রাখতে চাই দুই দিকের সামঞ্জস্য।
হাল্কা আঘাতের কষ্টে ভাঙ্গে মন দিনে-রাতে;
আবার বুদ্ধির তীক্ষ্ণতার বলে,
মানুষ বিশ্ব জয়ের ক্ষমতা রাখে।
মনকে তো খালি চোখে যায় না দেখা;
তোমরা কি কেউ পারবে বলতে,
অনুভব করে কিভাবে সে সুখ দুঃখের রেখা?
অতীত থেকে বর্তমান সব স্মৃতি জমা আছে,
মস্তিষ্ক নামক যন্ত্রের রহস্যময় বাক্সে।
সব কিছু মনে রাখা আছে যত্নে,
সে সবই তো ক্ষুদ্র বুদ্ধির দৌলতে।
একে অপরের সাথে সম্পর্ক যুক্ত,
আমাদের মন মস্তিষ্ক।
এই দুই এর মিলনে তৈরী হয়েছে সকল
জীবের সেরা মনুষ্যত্ব।।
উড়ে যাওয়া বিহঙ্গও খুঁজে নেয় নিজস্ব আস্তানা;
তোমাকে দিতে চাওয়া চিঠিটা পড়ে আছে ধুলোমাখা।
এ কবিতা তাদের জন্য ভালোবেসে হেরে গিয়েও,
প্রেমিকের বিরহের আস্বাদ ভুলতে পারে না যারা।
সমুদ্রের ঢেউ এ মিশে যায় নাম রাখুক যতই যত্নে বালুকণা,
অনেক কথাই বলে অতীত যেমন অজন্তার গুহাচিত্র আঁকা।
নিস্তব্ধ রাতের আকাশে উজ্জ্বল নক্ষত্র ধ্রুবতারা,
হেসে বোঝাতে চায় এখনো বেঁচে আছে ক্ষনিকের আশা।
ইতিহাসের ভগ্ন প্রাসাদে লুকানো কথা রহস্যে ঘেরা,
জীবনচক্রে আপন পরের দ্বিধাতে জিতে যায় মায়া অজানা।।
অপেক্ষা
আমি অপেক্ষা করি,জানালার ধারে বসে;
হয়তো এবার আমার প্রতীক্ষার অবসান ঘটবে।
চুপি চুপি কেউ কাছে,এসে বলবে ভালোবাসি;
হাত ধরে বলবে চলো ছাদে বৃষ্টিতে ভিজি।
পূর্নিমার আলোয় বসে গল্প শোনাবে আমাকে,
অমাবস্যার রাতে ভয় পেলে জড়িয়ে রাখবে শক্ত হাতে।
হাজার ব্যস্ততার মাঝেও খোঁজ নেবে দিনেরাতে,
সুখ দুঃখ সারাজীবন থাকবে পাশে ভালোবেসে।
কল্পনার জগৎ ছেড়ে যখন দুচোখ মেলে দেখি,
পাশে বিরাট শূন্যতা আর আমি বসে একাকী।
জানিনা এই অপেক্ষার কোথায় ঘটবে সমাপ্তি,
হে ঈশ্বর পাই জেনো ফিরে আমার হারানো নিধি।।
মন মস্তিষ্ক
মন মস্তিষ্কের দাঁড়ি পাল্লায় যুদ্ধ চলে অবিরত,
আমরা বজায় রাখতে চাই দুই দিকের সামঞ্জস্য।
হাল্কা আঘাতের কষ্টে ভাঙ্গে মন দিনে-রাতে;
আবার বুদ্ধির তীক্ষ্ণতার বলে,
মানুষ বিশ্ব জয়ের ক্ষমতা রাখে।
মনকে তো খালি চোখে যায় না দেখা;
তোমরা কি কেউ পারবে বলতে,
অনুভব করে কিভাবে সে সুখ দুঃখের রেখা?
অতীত থেকে বর্তমান সব স্মৃতি জমা আছে,
মস্তিষ্ক নামক যন্ত্রের রহস্যময় বাক্সে।
সব কিছু মনে রাখা আছে যত্নে,
সে সবই তো ক্ষুদ্র বুদ্ধির দৌলতে।
একে অপরের সাথে সম্পর্ক যুক্ত,
আমাদের মন মস্তিষ্ক।
এই দুই এর মিলনে তৈরী হয়েছে সকল
জীবের সেরা মনুষ্যত্ব।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন