অন্যমনে গুচ্ছকবিতায় দেবব্রত রায়
=========================
ক্রমশ হিংস্রতার দিকে
বাঁদরগুলি ক্রমেই সিংহে পরিণত
হয়ে উঠছে , সিংহগুলি মেঘের
মতো জঙ্গল পেরিয়ে উড়ে যাচ্ছে
একটি দানবিক ল্যাঙগুয়েজে
অথচ, শাখামৃগ স্বভাবের
ল্যাজগুলি আজও বৃক্ষপোযোগী
একটি স্নার্ল- অ্যাটিটিউড
ডিএনএ-র প্রাত্যহিকী থেকে
বিলুপ্তি-র কোনো সম্ভাবনা-ই নেই
( হিংস্রতার উত্তরসূরীদের)
একমাত্র, সিলভার-টিপসের
সেনসেক্স-ই সবসময় আকাশছোঁয়া
একটি কম্প্যুকেয়ার-জীবন
ভুতের রাজত্ব থেকে বেরিয়ে এসেও
একটি কম্প্যুকেয়ার-জীবন
কখনোই কাজের শেষ খুঁজে পায়না
খানিক অনিশ্চিত-গোঁয়ার্তুমি উনিশকে বিশ
এবং শূণ্যটি তার ভীষণ অপছন্দের হওয়ায়
হাতে থাকা 'এক ' হু হু মনের সাময়িক বার্ণল
জোড়সংখ্যা দেখলেই,একটি উত্তেজনা
ক্রমাগত বিজোড় সংখ্যা খোঁজে ,
শূণ্যস্থানে 'এক' বসায়
তারপর, তৈলাক্ত বাঁশ
এবং ভাটিয়ালি সুর
যেন ঢেউয়ের মতোই
মিরর এফেক্ট
অ্যান্টি ভেনমের মতো-ই
ঝলসানো লোহাকেও লোহা
এবং অন্ধকার অন্ধকারকেই কাটে
তোমার বিশ্বময়
শুধু-ই, মহাপুরুষ
অন্ধকারের নান্দীমুখ না হলে
আলোবিষয়ক উপলব্ধিগুলি
আজীবন অসম্পূর্ণ-ই থেকে যায়
প্রাত্যহিক টয়লেট
ডাইনিংস্পেস জিমের ওয়ালে
টাঙানো মহাপুরুষের ভিড় থেকে
আয়নার সামনে এসে উৎসুক দাঁড়াও
সেখানের ষোলআনায় প্রকৃত বন্ধু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন