অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় স্বপন গায়েন

 

 

অন্যমনে গুচ্ছকবিতায় স্বপন গায়েন
==============================




অসুখী হৃদয়


প্রভাতী আলোয় নতুন বছর
করছে সবাই বরণ
চোখের জল মুছে সবাই
ঈশ্বরকে করো স্মরণ!

হাসি কান্না দুঃখ ব্যথায়
কাটবে সারাটা জীবন
শুধুই সুখ পাবেনা কেউই
জীবন অমূল্য রতন!

নতুন বছর আলোয় ভরুক
সবার অসুখী হৃদয়
প্রেম বিরহ অভিমান ভুলে
সকলে হও সদয়!

দাম্পত্য জীবনে আসুক সুখ
অটুট হোক বন্ধন
প্রলোভন ফাঁদে দিওনা পা
যুগিয়োনা ভুল ইন্ধন!

অসৎ মানুষ হায়না চোখে
পাতছে নানান ফাঁদ
বন্ধু সেজে আসবে ঘরে
ভাঙবে হৃদয় বাঁধ!

ঘরের মানুষ আসবে ফিরে
ঘরই সবার আপন
নতুন বছর সুখে কাটুক
শত্রু করো দমন!





হৃদয়ের ক্যানভাস



ধূসর জীবনে মায়াবী চাঁদের আলো নেই
আছে শুধু একমুঠো করুণ হাহাকার -
শ্যাওলা জমা স্যাত স্যাত ক্ষয়ে যাওয়া পুরনো বাড়ির মত
জীবনের সমস্ত দুর্যোগ পেরিয়ে মুখ উঁচু করে বাঁচা।
 

এটাকে কী বাঁচা বলে, মরে বাঁচা ...
ক্ষুধার্ত বাঘের মুখে এক চঞ্চল হরিণীকে ছেড়ে দেওয়ার সমান
রক্তের স্বাদ পাওয়ার জন্যে পাগল বাঘ
এক মুহূর্তেই শেষ করে দেয় খাদ্য খাদকের সম্পর্ক।
 

কঠিন জীবনের বাঁকে দাঁড়িয়ে আছে আধুনিক সভ্যতা
কে কেমন আছে খোঁজ নেওয়ার দরকার নেই
মুখের হাসিটাও যেন বস্তি থেকে ধার করা
দুঃখ আছে ঠিকই কিন্তু হাসিতে কৃত্রিমতা নেই।


বিকেলের রোদ নেমে গেছে সীমান্ত পেরিয়ে অনেকদূর
নদী জলে এখনও সূর্যের রক্তিম আভা ঢেউ খেলছে
মানুষের জীবনে দুঃখ নামক বস্তুটা বড়ই মায়াময়
কিন্তু সভ্য মানুষের এতো সময় কোথায়
হৃদয়ের ক্যানভাসে খুলে দুঃখের করুণ ছবিটা একবার দেখার ...





অন্ধ অতীত



আলো আঁধারি পথ পেরিয়ে আমরা দেখছি আকাশ
মৃত্যু পেরিয়ে জীবন পেয়েছি হৃদয়ে লাগছে বাতাস।


ফুলের বাগিচা ভেঙে তছনছ কোথায় সুখের রোদ
জীবন মৃত্যু পাশাপাশি শুয়ে হারিয়ে ফেলেছি বোধ।


হিমেল বাতাসে জ্যোৎস্না লুকিয়ে শিয়রে মৃত্যু শমন
দুচোখ জুড়ে কান্নার ঢেউ ঈশ্বরকে করছি স্মরণ।


আকাশে বাতাসে ছলনার খেলা আকাশ মেঘে কালো
হাসি মুছে কান্না লিখছে কে জ্বালাবে আলো।


শিশির ভেজা ঘাসের বুকে জীবন খুঁজে পাই
মানুষ আছে মানুষের জন্যে আবার বাঁচতে চাই।


ভুলে যাব অন্ধ অতীত হাসবো খুশিতে সব্বাই

বিপদ আপদে থাকবো পাশে আমরা যে ভাইভাই।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন