অন্যমনে সাহিত্য. অন্য রকম দৃষ্টিকোন থেকে দেখা একটি প্রতিবিম্ব ভাবনা .. অন্যমনে সাহিত্য.

মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

অন্যমনে গুচ্ছকবিতায় গৌতম কুমার গুপ্ত

 অন্যমনে গুচ্ছকবিতায় গৌতম কুমার গুপ্ত
=============================



উপাখ্যান


প্রথমেই যে উপাখ্যান শোনাবে

এক গাল খিলখিল হাসির বাখানে

আতরের দুধ ক্রিমের আর্দ্রতা জুতোর মচমচ

আমি কিছুতেই শুনবো না অতিকথনের সতেজ



ক্রোধমাখা চোখ থেকে খুলে নেবে রক্ত

শাসন ভাসাবে আঙুলে ও হাওয়ায়

জলও ভেজাতে পারবে না নৌকার অতল

তোমার গভীরে যাবো না কিছুতেই



কতোবার নাচাবে আঙুলে অদৃশ্য সন্তুলনে

পশরা বিছিয়ে রাখো পশমে ও রেশমে

আমি নেবো না তোমার করতালি ইচ্ছের স্বৈর

শুনবো না।হিটলারী ফরমায়েস



অহংকার নামিয়ে রাখো মাটিতে এইবেলা

সবুজ থেকে বেছে নাও রংবাহার'

দিব্যি খেলে দেখাও আমার হুবহু দক্ষতা

তখনই বুঝে নেবো চাঁদ উঠতে খুব দেরী নেই




একটি নিম্নবিত্ত সাইকেল


একটটি নিম্নবিত্ত সাইকেল থেকে

গন্তব্য চলকে পড়ল পিচরোডে

কেউই লক্ষ্য করলো না আরোহ অবরোহ



আটপৌরে জামায় তার ডাকনাম

গেঁথে আছে ছিন্নভিন্ন অসুখের আলপিন

যোগাড় করে আনা অসহ তিতিক্ষার দান

প্যাডেলে জিনগত মাংসক্ষয়

শিরা ওঠা কব্জিতে দুর্দশার জ্যাবজেবে ঘাম


লেপ্টে থাকে কিছুটা দাক্ষিণ্য কিছুটা সন্ন্যাস

সে নিজেই ছুটে চলে কিনে আনতে সময়

জড়ো করে রাখে আয়নার আগুন

যদি জোটে টেরি কেটে চলে যাবে

কোন এক নষ্ট বিনোদনে


আরোহ মুছে গেলে সে এক অর্বাচীন সাইকেল

ঠেস দিয়ে পড়ে থাকে

হরপ্পার এক বহু প্রাচীন বৈকালে






বিবৃতি


ছড়িয়ে ছিটিয়ে রাখতে হচ্ছে এখন

এখানে হাত ওখানে পা মুখ মাঝখানে

মগজ শুধু জুড়ে দিচ্ছে ভূগোল


উৎসবের পর

দু এক পাতা ইতিহাস খুলে দেখা

কি কি হয়েছিল হয়নি কি কি

দেখা এবং শোনা

মনে পড়ছে চারকোল ভ্রুপল্লব কপিন ঠোঁট

খয়েরী চোখ আর মিশির মতো আলগোছে কৃষ্ণগুচ্ছ


টের পাও নি কুড়িয়ে নিয়েছি স্মৃতিমেদুর

একশত চোখের বিন্দাস পাঁচশত চরণছুটের ক্ষিপ্রতা

সহস্র পায়ের দ্বিরাগমন আলোলিকা স্বর্ণচরী অজস্র

ঢলঢলে প্রৌঢ়ার আলুখালু আবেগী মোহনা


কি থেকে কি যে হয়

মুড়ে রেখেছি পাতাবাহার বেনীআসহকলা

একে একে রঙ খুলে দেখে নেবো

ফ্যাকাশে হল কতটা ঝুরঝুর পাতার বিবৃতি








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন